পুরসভার সামনের ফুটপাথ হকারমুক্ত করতে কী পদক্ষেপ? প্রশ্ন হাইকোর্টের
বর্তমান | ০৪ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুরসভার সদর কার্যালয়ের সামনের ফুটপাথ হকারমুক্ত করা নিয়ে ফের প্রশ্ন কলকাতা হাইকোর্টের। এর আগেও ধর্মতলার ওই এলাকা হকার মুক্ত করতে নির্দেশ দিয়েছিল আদালত। অভিযোগ, নির্দেশ সত্ত্বেও পুর প্রশাসন উচ্ছেদ নিয়ে যথাযথ পদক্ষেপ করছে না।
বিষয়টি নিয়ে পুরসভার কাছ থেকে হলফনামা তলব করেছে আদালত। দু’বছর আগের নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা বিস্তারিত জানিয়ে ১৫ দিনের মধ্যে পুর কমিশনারকে হলফনামা জমা দিতে বলেছে। এর আগে এই মামলায় প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম একাধিক প্রশ্ন তুলেছিলেন। পুরসভা নিজের সদর কার্যালয়ের সামনের ফুটপাথই দখল মুক্ত করতে পারছে না! তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন। এরপর ওই এলাকা দখল মুক্ত করতে নির্দেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ।
বিচারপতিদের বিচার ক্ষেত্র পরিবর্তন হওয়ায় বর্তমানে মামলাটির শুনানি হচ্ছে বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে। সেখানে মামলার শুনানিতে অভিযোগ ওঠে, আদালতের নির্দেশ পালন করার ক্ষেত্রে গাফিলতি থেকে যাচ্ছে। তবে পুরসভার তরফে জানানো হয়, অনেক ক্ষেত্রে উচ্ছেদ করার পরও হকাররা আবার আগের জায়গায় এসে বসে পড়ছেন। সব পক্ষের বক্তব্য শোনার পর নির্দেশ দিয়ে আদালত জানিয়েছে, আগের নির্দেশের প্রেক্ষিতে পুর প্রশাসন কী কী পদক্ষেপ করেছে, তা হলফনামায় উল্লেখ করতে হবে। এখনও কোন ক্ষেত্রে সমস্যা রয়েছে এবং সেক্ষেত্রে কী পদক্ষেপের কথা ভাবছে পুরসভা তাও উল্লেখ করতে বলা হয়েছে। কত দিনের মধ্যে আগের নির্দেশ কার্যকর করে পুরসভা পদক্ষেপ নেবে থাকবে সেটিরও উল্লেখ। পাশাপাশি হকিং জোন বা শহরের কোন কোন এলাকায় হকাররা বসতে পারবেন, তা চিহ্নিত করার জন্যও নির্দেশ দিয়েছিল আদালত। সেই কাজ কতদূর এগিয়েছে তাও হলফনামায় জানাতে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। ১৯ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি।