নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যুবকের বিরুদ্ধে ছিল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ। অথচ মামলার বিচার চলাকালীন অভিযোগকারিণী যুবতীই কোর্টে সাক্ষ্য দিতে এসে বেঁকে বসেন। শুধু তাই নয়, অন্যান্য সাক্ষীর বয়ানেও ছিল নানা অসঙ্গতি। সেই কারণে সম্প্রতি অভিযুক্ত যুবককে প্রমাণের অভাবে বেকসুর খালাসের নির্দেশ দিলেন কলকাতার বিচারভবনের বিচারক অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়। মুক্তিপ্রাপ্ত যুবকের আইনজীবী বিজয়শঙ্কর চৌবে বলেন, ‘আমার মক্কেলের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল, কোর্টের রায়েই তা প্রমাণ হয়ে গেল। অহেতুক যুবককে ৫১ দিন হাজতে কাটাতে হল।’
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালে অভিযোগকারিণী বড়তলা থানায় মামলাটি দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে সল্টলেকের একটি হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করে যুবক। পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে। সেই মামলায় চার্জশিট পেশ করা হয়। মূল মামলার বিচার শুরু হলে অভিযোগকারিণী, তাঁর মা সহ সাক্ষীরা আদালতে বিরূপ সাক্ষ্য দিতে থাকেন। এরপরই বিচারক অভিযুক্ত যুবককে মামলা থেকে বেকসুর খালাস দেন।