নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একটি নামী জুয়েলারি সংস্থার নাম করে জাল ট্রেড লাইসেন্স ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অভিযোগে গ্রেপ্তার ওই দোকানেরই এক প্রাক্তন কর্মী। অভিযুক্ত প্রবীর সেনকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে কালীঘাট থানা। পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত কালীঘাট এলাকায় একটি নামী জুয়েলারি দোকানে কাজ করত। বাজারে ওই সংস্থার নামডাক থাকায় সে পরিকল্পনা করেই ওই নামে সংস্থা খুলেছিল। এমনকী, জুয়েলারি সংস্থার দুই কর্ণধারের সই জাল করে কলকাতা পুরসভা থেকে ট্রেড লাইসেন্স বের করেছল সে। এরপর কোম্পানির নামে অ্যাকাউন্টও খোলে প্রবীর। আসলে ওই জুয়েলারি সংস্থার নাম করেই সমান্তরাল ব্যবসা শুরু করেছিল অভিযুক্ত। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই জুয়েলারি সংস্থা পুলিসকে বিষয়টি জানায়। পুলিস তদন্তে নেমে জানতে পারে, দুই কর্ণধারের সই জাল করেছে অভিযুক্ত। এরপর গ্রেপ্তার করা হয় ওই কর্মীকে।