• মেট্রো ও রেল স্টেশন জুড়তে দমদম ক্যান্টনমেন্টে জোড়া ফুট ওভারব্রিজ
    বর্তমান | ০৪ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিমানবন্দর সংযোগকারী শহরের প্রথম মেট্রো রুট চালু হয়ে গিয়েছে। গত ২৫ আগস্ট থেকে যাত্রী পরিষেবা মিলছে নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রো রুটে। এই পথেই গুরুত্বপূর্ণ স্টেশন দমদম ক্যান্টনমেন্ট। লোকাল ট্রেনের বহু যাত্রী এখন মেট্রো ধরতে দমদম ক্যান্টনমেন্ট রেল স্টেশনে নেমে পড়ছেন। সেখান থেকে বিমানবন্দর বা নোয়াপাড়ায় নেমে নর্থ-সাউথ কিংবা ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরে সফরের সুবিধা পাচ্ছেন। রেলের পরিসংখ্যান অনুযায়ী, নয়া মেট্রো লাইন চালুর পর দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে যাত্রীর সংখ্যা আগের তুলনায় ৬০ শতাংশ বেড়ে গিয়েছে। ৬৫ হাজার যাত্রী এই স্টেশন দিয়ে বর্তমানে যাতায়াত করছেন। তাই রেল স্টেশনের সঙ্গে মেট্রোপথের যোগাযোগ উন্নত করতে দমদম ক্যান্টনমেন্টে গড়া হবে এক জোড়া ফুট ওভারব্রিজ (এফওবি)। ১৩ কোটি টাকায় নির্মিত হবে এই দু’টি এফওবি। ৯ মাসের মধ্যে এই কাজ শেষ করার পরিকল্পনা নিয়েছে রেল। প্রথম ব্রিজটি তৈরি হবে মেট্রোর সঙ্গে রেলের সংযোগকারী সেতু হিসেবে। ৬ মিটার চওড়া ব্রিজটি দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনকে প্ল্যাটফর্ম ১ ও সেখান থেকে প্ল্যাটফর্ম ২ ও ৩ নম্বরের সাথে যুক্ত করবে। দ্বিতীয় ব্রিজটি বারাসতের দিকে ১, ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মকে যুক্ত করবে। এই ব্রিজটিও ৬ মিটার চওড়া হবে। যাত্রীদের সুবিধার জন্য শৌচাগার, মেট্রোর দিকে দু’টি বুকিং উইন্ডো তৈরি করা হবে। প্ল্যাটফর্মগুলি আগের তুলনায় উঁচু করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে পুজোর পরই শুরু হয়ে যাবে কাজ।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)