• রাস্তা পেরতে গিয়ে বাইকের ধাক্কা, নিউটাউনে বৃদ্ধের মৃত্যু
    বর্তমান | ০৪ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: নিউটাউনে রাস্তা পেরতে গিয়ে বাইকের ধাক্কায় মর্মান্তিকভাবে মৃত্যু হল এক বৃদ্ধের। মঙ্গলবার রাতে বিশ্ব বাংলা গেট থেকে বলাকার দিকে যাওয়ার রাস্তায় ঘটনাটি ঘটেছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম সুবীর চক্রবর্তী (৭০)। তিনি নিউটাউনের সিসি ব্লকের বাসিন্দা। এই ঘটনার পর অভিযুক্ত বাইকচালককে গ্রেপ্তার করেছে নিউটাউন থানার পুলিস। ধৃত যুবক একটি বেসরকারি কলেজের পড়ুয়া। পুলিস জানিয়েছে, ধৃতের নাম নাম হর্ষিত রঞ্জন কুণ্ডু। তাঁর বাড়ি হাওড়া জেলার বেলুড়ে। তবে, পড়াশোনার জন্য থাকেন নিউটাউনে। তাঁর বাইকটি বাজেয়াপ্ত করা হয়েছে।

    বিশ্ব বাংলা গেট থেকে বলাকার দিকে গিয়েছে মেন আর্টারিয়াল রোড। এটি বর্তমানে অত্যন্ত ব্যস্ততম রাস্তা। আগে পথচারীদের পারাপারের জন্য ক্রশওভার থাকলেও এখন নেই। অনেকে ঝুঁকি নিয়েই পারাপার করেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওইদিন রাত ৮টা নাগাদ সুবীরবাবু রাস্তার ওপারে বাজারের দিক থেকে বাড়ির দিকে ফিরছিলেন। রাস্তা পার হওয়ার সময় বলাকার দিক থেকে আসা একটি বাইক সজোরে তাঁকে ধাক্কা মারে। রাস্তাতেই আছড়ে পড়েন তিনি। বাইকচালক নিয়ন্ত্রণ হারালেও তিনি পড়ে যাননি। কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে পড়েন। পুলিস এসে ওই বৃদ্ধকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রাতেই গ্রেপ্তার করা হয় বাইকচালককে।

    দুর্ঘটনা নিয়ে এদিন নিউটাউন সিটিজেন্স ওয়েলফেয়ার ফ্রেটারনিটির সম্পাদক সমীর গুপ্ত বলেন, বিশ্ব বাংলা গেট থেকে বলাকা যাওয়ার মেন আর্টারিয়াল রোডটি এখন কার্যত হাইওয়ে। স্থানীয় বাসিন্দাদের রাস্তা পারপার করার কোনও ব্যবস্থা নেই। তাই ওই এলাকায় সাবওয়ে তৈরির জন্য আমরা গত জানুয়ারি মাসে এনকেডিএ কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছি। এলাকার বাসিন্দারা সকলেই চাইছেন, একটি আন্ডারপাস তৈরি হোক। এই দুর্ঘটনাই প্রমাণ করল, এই সাবওয়ে কতটা জরুরি। প্রয়োজনে আমরা এই বিষয়টি নিয়ে ফের কর্তৃপক্ষের দ্বারস্থ হব।
  • Link to this news (বর্তমান)