নিজস্ব প্রতিনিধি, বরানগর: প্রেমিকের প্ররোচনায় আত্মঘাতী হল বেলঘরিয়ার এক মাধ্যমিক ছাত্রী। মৃতার নাম শুভশ্রী দাস (১৫)। তার পরিবার এক যুবকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেছে। তাঁর বাড়ি রানাঘাট পুলিস জেলার ধানতলা এলাকায়। বেলঘরিয়া থানার পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। বেলঘরিয়ার যতীন দাস নগরের বাসিন্দা শুভশ্রী। বাবা হার্ডওয়্যার ব্যবসায়ী। ২৮ আগস্ট ভোরে বন্ধ ঘরের ভিতর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মঙ্গলবার পরিবারের তরফে বেলঘরিয়া থানায় ওই যুবকের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়। সমাজমাধ্যমে রানাঘাটের ওই যুবকের সঙ্গে বছর খানেক আগে ছাত্রীর পরিচয় হয়েছিল। এরপর প্রেমের সম্পর্ক তৈরি হয়।