নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২২ সালে উত্তর কলকাতার সিঁথি থানা এলাকায় এক কোটি টাকার হেরোইন সহ ধৃত এক মাদক পাচারকারীকে দোষী সাব্যস্ত করল আদালত। বুধবার কলকাতার বিচারভবনের বিশেষ আদালতের বিচারক রোহন সিনহা জেল হেফাজতে থাকা ওই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। ধৃতের নাম রবি রায় ওরফে পচা। আগামী শনিবার অপরাধীর বিরুদ্ধে সাজা ঘোষিত হবে।
সরকারি আইনজীবী অমল পাল জানান, গে২০২২ সালের ১৪ সেপ্টেম্বর রাতে কলকাতা পুলিসের এসটিএফের অফিসাররা সিঁথি থানার বিটি রোড এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাঁর হেফাজতে থাকা একটি ব্যাগ থেকে উদ্ধার হয় কোটি টাকার বেশি মূল্যের ওই হেরোইন ও নগদ ১ লক্ষ ৭০ হাজার টাকা। তদন্ত শেষ করে তদন্তকারী পুলিস অফিসার সুনীলকুমার মিশ্র ধৃতের বিরুদ্ধে চার্জশিট দেন। মামলায় সাক্ষ্য দেন ছ’জন। জেল হেফাজতে রেখেই চলে অপরাধীর বিচার।