• ধৃত রাকেশ সিংকে ঘিরে কংগ্রেস ও বিজেপি সমর্থকদের তর্কাতর্কি
    বর্তমান | ০৪ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শেষ পর্যন্ত মঙ্গলবার মাঝরাতে পলাতক বিজেপি নেতা রাকেশ সিংকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিস। ট্যাংরার এক অভিজাত আবাসনে আত্মগোপন করেছিলেন তিনি। সেখান থেকেই রাকেশকে গ্রেপ্তার করে এন্টালি থানার পুলিস। এদিকে, ধৃত রাকেশ সিংকে বুধবার দুপুরে শিয়ালদহ আদালতে হাজির করা হলে উত্তেজনা ছড়ায়। মূলত কংগ্রেস ও বিজেপি কর্মী-সমর্থকরা স্লোগান দেওয়ার পাশাপাশি তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন এবং একে অপরের দিকে তেড়ে যান। ফলে দু’পক্ষকে সামাল দিতে রীতিমতো বেগ পেতে হয় উপস্থিত পুলিস কর্মীদের।

    উল্লেখ্য, বিহারে রাহুল গান্ধীর এক কর্মসূচিতে প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারকে কটুক্তি করার অভিযোগে শুক্রবার দুপুরে এন্টালিতে প্রদেশ কংগ্রেসের দপ্তর বিধানভবনে রাকেশ সিংয়ের নেতৃত্বে হামলা চালায় একদল বিজেপি সমর্থক। হামলা চলাকালীন রাহুল গান্ধীর পোস্টারে কালি লাগানোর পাশাপাশি যথেচ্ছভাবে ভাঙচুর চালানো হয়। এই ঘটনায় কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে এন্টালি থানার পুলিস রাকেশ সিং ও তাঁর দলবলের বিরুদ্ধে খুনের চেষ্টা, অস্ত্র আইনে মামলা দায়ের করে। হামলার পর রাকেশ উধাও হয়ে যান। তাঁকে নাগালে না পেয়ে তাঁর ছেলে শিবম সিংকে গ্রেপ্তার করে পুলিস।

    সিপির নির্দেশ গুন্ডাদমন শাখা ও মনিটর সেলের গোয়েন্দারা রাকেশকে গ্রেপ্তার করতে সক্রিয় হন। রাকেশ নিজের মোবাইলের সিমকার্ড খুলে, ওয়াইফাইয়ের সাহায্যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছিলেন। ফলে তাঁর অবস্থান জানতে পারছিলেন না মনিটর সেলের গোয়েন্দারা। কারণ, এই পদ্ধতিতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে, অবস্থান জানতে প্রায় ৫ ঘণ্টা সময় লেগে যায়। এদিকে, ধৃত রাকেশ সিং সব বাকি সব অভিযুক্তকে এদিন শিয়ালদহ আদালতে হাজির করা হলে বিচারক ৮ সেপ্টেম্বর পর্যন্ত ধৃতদের পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেন।
  • Link to this news (বর্তমান)