• হরিদেবপুরে ধৃত বাংলাদেশি
    বর্তমান | ০৪ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কার্তিক রায় নামে স্থানীয় এক বাসিন্দার কাছ থেকে ১০০ ডায়ালে ফোন পেয়ে মঙ্গলবার দুপুরে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল হরিদেবপুর থানার পুলিস। ধৃতের নাম মহম্মদ দাউদ দরিয়া (৫৫)। বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কাটালিপাড়া থানা এলাকায়। কলকাতা পুলিসের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এই খবর জানিয়েছেন।

    ধৃতকে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে হরিদেবপুর থানার পুলিস জানতে পেরেছে, ৭ মাস আগে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে এরাজ্যে ঢুকেছিলেন দাউদ। এদেশে আসার পর থেকে বাড়ি বাড়ি ঘুরে তিনি ছাতা সারাইয়ের কাজ করছিলেন। তাঁর কাছে ভারতে থাকার কোনও বৈধ নথি না থাকায় ১৪ ফরেনার্স অ্যাক্টে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিসের এক সূত্র জানিয়েছে, কেন, কী উদ্দেশ্যে ওই বাংলাদেশি নাগরিক ভারতে এসেছিলেন, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। কলকাতা পুলিসের স্পেশাল ব্রাঞ্চ, এসটিএফের গোয়েন্দাদের পাশাপাশি একাধিক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জিজ্ঞাসাবাদ করছেন ধৃত বাংলাদেশি নাগরিককে।
  • Link to this news (বর্তমান)