• একরত্তি মেয়েকে অ্যাসিড খাইয়ে খুনের চেষ্টা, ধৃত মা
    বর্তমান | ০৪ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, বনগাঁ: পারিবারিক বিবাদের জেরে এক বছরে কন্যাসন্তানকে অ্যাসিড খাইয়ে দেওয়ার অভিযোগ উঠলো মায়ের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার নকপুল কাঁটাবাগান এলাকায়। অভিযুক্ত মাকে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিস।

    জানা গিয়েছে, কাঁটাবাগানের বাসিন্দা অমিতোষ বারুই কর্মসূত্রে দুবাইয়ে থাকেন। তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রী তপতী বারুইয়ের এক বছরের এক কন্যা সন্তান রয়েছে। বুধবার সকালে মা ঘরে থাকা অ্যাসিড মেয়ের মুখে ঢেলে দেন বলে অভিযোগ। পরিবারের লোকেরা শিশুটিকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে যান। সেখানে শিশুটিকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এরপর শিশুটির জেঠিমা প্রিয়াঙ্কা বারুই জা-এর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। অমিতোষের প্রথম পক্ষের এক নাবালিকা সন্তান রয়েছে। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তপতীকে বিয়ে করেন। তাঁদের এক কন্যাসন্তান হয়। অভিযোগ, তপতী মাঝেমধ্যেই শাশুড়ি ও পরিবারের অন্যদের সঙ্গে অশান্তি করতেন। মারধর করতেন নিজের ও সৎসন্তানকে। পরিবারের লোকেরা প্রতিবাদ করলে আত্মহত্যা করে পরিবারের সদস্যদের ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখাতেন। দিন দশেক আগে নিজের শিশুসন্তানকে মারধর করে ঘরে শোকেসের মধ্যে আটকে রাখেন বলে তপতীর বিরুদ্ধে অভিযোগ। এই নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর বচসা হয়।

    ১ তারিখেও শাশুড়ি ও পরিবারের অন্যদের সঙ্গে তাঁর ঝগড়া হয়। সেই ঝগড়ার জেরেই তিনি মেয়ের মুখে অ্যাসিড ঢেলে দেন বলে জানা গিয়েছে। প্রিয়াঙ্কা বারুই জানান, মাঝেমধ্যে আত্মহত্যার হুমকি দিতেন তপতী। এই ঘটনায় পরিবারের সদস্যরা আতঙ্কিত। পুলিস সূত্রে জানা গিয়েছে, চাইল্ড লাইনের নির্দেশ মতো শিশুটিকে রাখার ব্যবস্থা করা হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
  • Link to this news (বর্তমান)