• পুজোর আগেই বেহাল ৬৫টি রাস্তা মেরামত করবে পুরসভা
    বর্তমান | ০৪ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: একে অম্রুত প্রকল্পে জলের পাইপ বসাতে রাস্তা খোঁড়া হয়েছে। তার উপর লাগাতার বৃষ্টি। দুইয়ে মিলিয়ে ভেঙে চুরমার হয়েছে বহু রাস্তা। ফলে রাজপুর সোনারপুর পুরসভার বিস্তীর্ণ এলাকার রাস্তা দিয়ে এখন চলফেরা করাই দায়। এই ভোগান্তি ঘাড়ে নিয়েই নিত্যদিন অফিস-কাছারি করছেন সাধারণ মানুষ। স্কুল-কলেজ যেতে হলেও হোঁচট খেতে হচ্ছে পড়ুয়াদের। এদিকে, সামনে পুজো এসে যাচ্ছে। এই রাস্তা দিয়ে বড় বড় প্রতিমা মণ্ডপে নিয়ে যাওয়া হবে কীভাবে, দুশ্চিন্তায় পুজো কমিটিগুলি। দর্শনার্থীরাই বা আসবেন কীভাবে, চিন্তার কারণ সেটাও। এই দুশ্চিন্তা দূর করতে অগ্রাধিকারের ভিত্তিতে পুর এলাকার ৬৫টি রাস্তা মেরামতের সিদ্ধান্ত নিয়েছে পুর কর্তৃপক্ষ। জানা গিয়েছে, বৃষ্টির দাপট কমলেই রাস্তা মেরামতির কাজ শুরু হবে।

    গড়িয়া ব্রিজ থেকে শীতলা মন্দির, বোড়াল, লস্করপুর, রাজপুর সহ 

    বিভিন্ন ওয়ার্ডের রাস্তা ভেঙেচুরে একাকার। এইসব এলাকায় বেশ কয়েকটি বড় পুজো হয়। উদ্যোক্তারা এই রাস্তা দিয়েই প্রতিমা নিয়ে আসবেন মণ্ডপে। গাড়িতে করে এই রাস্তা দিয়ে অক্ষত অবস্থায় প্রতিমা আনবেন কী করে, তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তাঁরা। পাশাপাশি রয়েছে সাধারণের নিত্য যাতায়াতের সমস্যা। এসব সমস্যার অবসানে মাসখানেক আগে কাউন্সিলারদের কাছে খারাপ রাস্তার তালিকা চেয়েছিল পুরসভা। জানা গিয়েছে, কোনও ওয়ার্ডে দু’টি, কোনও ওয়ার্ডে চারটি বা তারও বেশি 

    বেহাল রাস্তার তালিকা জমা পড়েছিল।

    পুরসভা সূত্রে খবর, বড় বড় পুজো হয় যেসব জায়গায়, সেইসব এলাকার রাস্তা মেরামতে বাড়তি গুরুত্ব দেওয়া হবে। এমনভাবে রাস্তা সংস্কার হবে, যাতে পুজো পর্যন্ত কোনও অসুবিধা না হয়। কারণ অম্রুত প্রকল্পের কাজ শেষ হলে গোটা পুরসভা এলাকায় নতুন করে রাস্তা তৈরি হবে। কাউন্সিলারদের দাবি, রাস্তা মেরামতের জন্য বিভিন্ন ওয়ার্ড পিছু ১৫ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। পুরসভার সিআইসি সদস্য নজরুল আলি মণ্ডল বলেন, কয়েকদিন পর রাস্তা মেরামতের কাজে শুরু হবে।
  • Link to this news (বর্তমান)