নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ভাটপাড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের রথতলা ফিঙ্গাপাড়া সোনামণি কলোনিতে ‘দেনার দায়ে’ গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক বধূ। মৃতার নাম মহুয়া গঙ্গোপাধ্যায় (৪৩)। মঙ্গলবার রাতে তিনি স্বাভাবিক খাওয়া-দাওয়া করেন। এরপর বুধবার সকালে ঘর থেকেই মহুয়াদেবীর মৃতদেহ উদ্ধার হয়।
তবে এই ঘটনায় পরিবারের তোলা ‘দেনার দায়’ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর পিছনে পারিবারিক কোনও বিবাদ থাকতে পারে বলেও মনে করছেন অনেকে। যদিও ওই বধূর বাপের বাড়ির তরফে এদিন সন্ধ্যা পর্যন্ত ভাটপাড়া থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিস।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে মৃতার স্বামী স্থানীয় জুটমিল কর্মী। বাড়ি মেরামতের জন্য মহুয়া কয়েক লক্ষ টাকা ঋণ নেন বলে দাবি শ্বশুরবাড়ির। এরপরই রোজ পাওনাদারদের উৎপাতে তিনি অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। এক পাওনাদার তাঁর ছেলের মোবাইল ফোন নিয়েও চলে যান। এনিয়ে তাঁর শ্বশুর অসিত গঙ্গোপাধ্যায় বলেন, বউমা প্রায় ছয় লক্ষ টাকা দেনা করেছিল। পাওনাদাররা রোজ বাড়িতে আসতেন।