• নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলেও জেল থেকে এখনই ছাড়া পাচ্ছেন না
    দৈনিক স্টেটসম্যান | ০৪ সেপ্টেম্বর ২০২৫
  • বহু বিতর্ক ও আইনি টানাপোড়েনের পর অবশেষে নিয়োগ দুর্নীতি মামলায় আংশিক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বুধবার নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় আলিপুরে সিবিআই-এর বিশেষ আদালত তাঁকে জামিন দিলেও এখনই জেল থেকে বের হওয়ার সম্ভাবনা নেই। কারণ, প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায়ও অন্যতম অভিযুক্ত পার্থ, যে মামলা এখনও বিচারাধীন।

    বুধবার আদালতে পার্থসহ একাধিক অভিযুক্ত জামিনের আবেদন করেন। সিবিআই তাতে আপত্তি জানিয়ে যুক্তি দেয়, প্রতিটি মামলার আলাদা চরিত্র রয়েছে এবং এই দুর্নীতি রাজ্যে গভীর প্রভাব ফেলেছে। তবে সব যুক্তি খারিজ করে আদালত সাত হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেয় প্রাক্তন মন্ত্রীকে।

    ২০১৬ সালে শুরু হওয়া এই নিয়োগ দুর্নীতির তদন্তে একাধিক মামলার সঙ্গে জড়িয়ে পড়েন পার্থ। ২০২২ সালের ২২ জুলাই ইডি তাঁর নাকতলার বাড়িতে অভিযান চালায়। অভিযান চালানো হয় তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটেও। সেই অভিযানে নগদ কোটি কোটি টাকা, বিদেশি মুদ্রা এবং সোনার গয়না উদ্ধার হয় পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে। ইডির হিসাব অনুযায়ী, মোট ৪৯ কোটি ৮০ লক্ষ টাকা নগদ এবং প্রায় ৫ কোটি টাকার সোনা ও গয়না বাজেয়াপ্ত করা হয়েছিল। পাওয়া যায় বেশ কিছু জমি ও বাড়ির হদিশ, যার মূল্য কোটি কোটি টাকা। পরের দিন ইডি পার্থকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করা হয় বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কেও।

    তারপর থেকে একে একে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম থেকে একাদশ-দ্বাদশ— প্রায় প্রতিটি নিয়োগ মামলাতেই উঠে আসে পার্থের নাম। সিবিআইও একাধিকবার তাঁকে গ্রেপ্তার করেছে। গত অক্টোবরে প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় ফের গ্রেপ্তার হন তিনি।

    তদন্তের অগ্রগতিতে ইতিমধ্যেই চার্জশিট জমা পড়েছে একাধিক মামলায়। গ্রুপ ‘সি’ মামলায় গত শুক্রবারই চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছে সিবিআই। এই মামলাগুলির প্রথম চার্জশিটে পার্থ ছাড়াও ছিল শিক্ষা পর্ষদের প্রাক্তন কর্তা শান্তিপ্রসাদ সিন্‌হা, সৌমিত্র সরকার এবং আরও কয়েকজনের নাম।

    আইন বিশেষজ্ঞদের মতে, একাধিক মামলায় অভিযুক্ত থাকার কারণে জামিন পেলেও আপাতত পার্থ চট্টোপাধ্যায়ের মুক্তি মিলছে না। তবে নবম-দশমের মামলায় জামিন পাওয়ায় আইনি লড়াইয়ে সামান্য হলেও স্বস্তি মিলেছে তাঁর আইনজীবীদের মধ্যে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)