• চাকরি বাতিল ইস্যু: বিধানসভায় আলোচনার দাবি চাকরিহারাদের
    দৈনিক স্টেটসম্যান | ০৪ সেপ্টেম্বর ২০২৫
  • শিক্ষক নিয়োগ দুর্নীতির রায় প্রকাশের পর থেকে রাজ্যে চাকরি বাতিলের ইস্যুতে তীব্র অস্থিরতা অব্যাহত। সুপ্রিম কোর্টের নির্দেশে এক ধাক্কায় প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হওয়ার পর এবার এই প্রসঙ্গ নিয়ে নতুন করে সরব হয়েছেন চাকরিহারারা। বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে আলোচনার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন তাঁরা।

    চাকরিহারাদের পক্ষ থেকে সুমন বিশ্বাসসহ একদল প্রভাবিত প্রার্থী মঙ্গলবার চিঠিতে আর্জি জানিয়েছেন, ৪ সেপ্টেম্বর বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকা হোক এবং সর্বদলীয় বৈঠকের মাধ্যমে সমাধানের পথ খোঁজা হোক। তাঁদের বক্তব্য, রাজ্য সরকারের সক্রিয় হস্তক্ষেপ ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়।

    চাকরিহারাদের দাবি, যাঁরা নিয়ম মেনে পরীক্ষা দিয়ে যোগ্য প্রমাণিত হয়েছিলেন, তাঁদের চাকরি ফিরিয়ে দিতে হবে। তাঁদের অভিযোগ, ‘অযোগ্যদের তালিকা প্রকাশ হলেও যোগ্যদের তালিকা প্রকাশ করা হয়নি। আমরা অন্যায়ের শিকার হয়েছি।’ পাশাপাশি তাঁরা পরীক্ষার নতুন সিদ্ধান্তও বাতিল করার আহ্বান জানিয়েছেন।

    ভিডিও বার্তায় সুমন বিশ্বাস বলেন, ‘আমরা চাই মুখ্যমন্ত্রী ও স্পিকারের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে। তবেই হয়তো সমাধানের পথ মিলতে পারে। আমাদের আর মৃত্যুর দিকে ঠেলে দেবেন না।’

    উল্লেখ্য, সম্প্রতি এসএসসি ‘অযোগ্য’ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে। কিন্তু যোগ্য প্রার্থীদের বিষয়ে এখনও কোনও সুনির্দিষ্ট ঘোষণা করা হয়নি। সেই ক্ষোভ নিয়েই এই প্রতিবাদ আরও তীব্র হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

    রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, চাকরিহারাদের দাবিকে কেন্দ্র করে রাজ্যে চাপা উত্তেজনা আরও বাড়তে পারে। রাজ্যের তরফে এখনও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না মিললেও শাসক দল সর্বদলীয় বৈঠকের আর্জি জানিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করতে পারে বলে সূত্রের খবর।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)