পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধারাবাহিক জনসভার কর্মসূচি আপাতত স্থগিত করে দিল বিজেপি। ডিসেম্বরের মধ্যে রাজ্যের ১০টি সাংগঠনিক বিভাগে মোদীর জনসভা করার পরিকল্পনা নিয়েছিল গেরুয়া শিবির। ইতিমধ্যেই তিনটি সভা সম্পন্ন হলেও নদিয়ার রানাঘাটে নির্ধারিত চতুর্থ সভাটি শেষ মুহূর্তে বাতিল হয়ে গেল।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী ২০ সেপ্টেম্বর নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রে চতুর্থ সভার দিনক্ষণ স্থির হয়েছিল। কিন্তু মঙ্গলবার আচমকা দিল্লি থেকে রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে যে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত প্রধানমন্ত্রীর সভার কর্মসূচি বন্ধ রাখতে হবে। যদিও স্থগিতাদেশের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। তবে দলীয় মহল মনে করছে এটি সম্পূর্ণ বাতিল নয়; পরবর্তী সময়ে নতুন তারিখ ঘোষণা করা হতে পারে।
প্রসঙ্গত, এ বছরের মে মাসে আলিপুরদুয়ার, জুলাইয়ে দুর্গাপুর এবং আগস্টে দমদমে জনসভা ও প্রশাসনিক বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। প্রতিটি সভাতেই তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছিলেন তিনি। অনুপ্রবেশ, দুর্নীতি, এবং বাংলা-বাঙালি পরিচয়ের রাজনীতি— সব বিষয়েই রাজ্যের শাসকদলকে একাধিকবার কাঠগড়ায় তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রাজনৈতিক মহল মনে করছে, হঠাৎ কর্মসূচি স্থগিত হওয়ায় রাজ্য বিজেপির প্রচার কিছুটা হলেও ধাক্কা খেতে পারে। তবে রাজ্য নেতৃত্বের দাবি, এটি কেবল অস্থায়ী সিদ্ধান্ত; শীঘ্রই নতুন সূচি ঘোষণা করা হবে।