• পিএইচডি ভর্তিতে সংরক্ষণের নিয়মভঙ্গ! প্রাক্তন JNU উপাচার্য জগদীশ কুমারের বিরুদ্ধে নোটিস
    প্রতিদিন | ০৪ সেপ্টেম্বর ২০২৫
  • সোমনাথ রায়, নয়াদিল্লি: ফের বিতর্কে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এম জগদীশ কুমার। এবার তাঁর বিরুদ্ধে উঠল পিএইচডি-তে ভর্তিতে সংরক্ষণের নিয়ম না মানার অভিযোগ। যার জেরে জেএনইউ-র উপাচার্যকে নোটিস পাঠাল জাতীয় তফশিলি জাতি কমিশন (এনসিএসসি)।

    সম্প্রতি জেএনইউ-র এক গবেষক পড়ুয়া রাখোহরি বাগ ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় সংরক্ষণের নীতি না মানার অভিযোগ তোলেন। তাঁর দাবি, সেই সময় তফশিলি জাতি, জনজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী ও আর্থিকভাবে দুর্বল শ্রেণীর পড়ুয়াদের ইন্টারভিউতে ডাকাই হয়নি। অথচ, এঁদের মধ্যে অনেকেই জেনারেল ক্যাটাগরির পড়ুয়াদের থেকে বেশি নম্বর পেয়েছিলেন। আরও অভিযোগ করে তিনি জানান, পিএইচডি ভর্তির প্রক্রিয়ার সময় মৌখিক পরীক্ষায় নিয়ম ভেঙে সুযোগ পাওয়া জেনারেল ক্যাটাগরির কাট অফ মার্কস, বিভিন্ন সংরক্ষিত শ্রেণীর তুলনায় কম রাখা হয়েছিল। গবেষক পড়ুয়ার এই অভিযোগ পাওয়ার পরই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নোটিস পাঠায় এনসিএসসি। ভর্তি প্রক্রিয়া নিয়ে যে অভিযোগগুলি উঠেছে, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য-সহ ১৫ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দেশের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়কে। নিয়ম ভাঙার এই অভিযোগগুলি সম্পর্কে জেএনইউ অবগত কিনা, অবগত থাকলে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই প্রশ্নও করা হয়েছে। সঠিক সময়ে উত্তর না পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে এনসিএসসি।

    ২০১৬ থেকে ২০২২। ছ’বছরেরও বেশি সময় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেছেন এম জগদীশ কুমার। সেখান থেকে তাঁকে উন্নীত করা হয় ইউজিসি-র চেয়ারম্যান হিসাবে। এই পদেও তিন বছরের বেশি সময় দায়িত্বে ছিলেন তিনি। তাঁর সময়কালে বারবার খবরের শিরোনামে উঠে এসেছে জেএনইউ। ২০১৬ সালে তাঁর দায়িত্ব নেওয়ার সপ্তাহ দুয়েকের মধ্যেই জেএনইউতে ওঠে দেশদ্রোহী কার্যকলাপের অভিযোগ। গ্রেপ্তার হন তৎকালীন ছাত্র সংসদ সভাপতি কানহাইয়া কুমার, উমর খালিদরা। সেই বছরই জেএনইউ থেকে উধাও হয়ে যাওয়া নাজিব আহমেদের খোঁজ মেলেনি আজও। ২০২০ সালের শুরুতে বামমনস্ক ও সাধারণ পড়ুয়া ও ছাত্র সংসদ নেতৃত্বের উপর এবিভিপি ও বহিরাগতদের আক্রমণের ঘটনা ঘটে। দুষ্কৃতীদের প্রহারে মাথা ফেটে যায় তৎকালীন ছাত্র সংসদ সভানেত্রী ঐশী ঘোষের। প্রত্যেকবারই এম জগদীশ কুমারের বিরুদ্ধে দক্ষিণপন্থীদের হয়ে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ ওঠে। এবার তাঁর সময়কালে হওয়া অনিয়মের অভিযোগ তুললেন যিনি, সেই পড়ুয়াও এবিভিপি সমর্থক হিসাবেই পরিচিত।
  • Link to this news (প্রতিদিন)