সিগারেট, ফ্রুট জ্যুস, পান মশলা, এক ধাক্কায় দাম বাড়বে তরতরিয়ে! বদলে যাবে এসি-টিভির দামও, দেখে নিন তালিকা...
আজকাল | ০৪ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মোদির ঘোষণার এক মাসও হয়নি, তার আগেই বদলে গেল দেশের কর কাঠামো। চার স্তরের কর ব্যবস্থা সরল হল অপেক্ষাকৃত, থাকবে এবার থেকে কেবল দুই স্তরের কর কাঠামো। এই মুহূর্তে ভারতে দ্রব্যাদির উপর মোট চারটি ভাগে জিএসটি কার্যকর। ৫ শতাংশ, ১২ শতাংশ, ১৮ শতাংশ এবং ২৮ শতাংশ। বুধবার সন্ধেয় জানা গেল, জিএসটি কাউন্সিল ৫ এবং ১৮% এর দ্বি-স্তরের হার কাঠামো অনুমোদন করেছে, যা ২২ সেপ্টেম্বর থেকে কার্যকরী হবে। জানা গিয়েছে, জীবনবীমা এবং স্বাস্থ্যবিমায় জিএসটি মুকুব করা হবে নয়া কর কাঠামোয়।
কিন্তু কী হবে এই দুই স্তর জিএসটি ব্যবস্থায়? স্বাভাবিক ভাবেই বদলে যাবে বহু জিনিসের দাম। বেশকিছু দ্রব্যের দাম কমবে, আবার বেশকিছু দ্রব্যের দাম বাড়বে।
নয়া জিএসটি ব্যবস্থায় কোন কোন দ্রব্যের ওপর জিএসটি কমছে-
নিত্যপ্রয়োজনীয়- দুধ, পনির, পরোটা, পিৎজা রুটি, খাখরা এবং রুটি-তে জিএসটি লাগবে না বলে খবর সূত্রের। এর আগে এইসব দ্রব্যের উপর পাঁচ শতাংশ জিএসটি স্ল্যাব প্রযোজ্য ছিল। একইসঙ্গে জানা গিয়েছে, মাখন, ঘি, পনির, জ্যাম, সস, স্যুপ, পাস্তা, নোনতা এবং মিষ্টান্নর উপর এবার থেকে লাগু হবে ৫ শতাংশ কর স্ল্যাব, যা ১২-১৮% থেকে কমিয়ে আনা হয়েছে। বাদাম, পেস্তা এবং কাজু বাদামের মতো শুকনো ফল, খেজুর এবং সাইট্রাস ফলের উপরও ধার্য হবে পাঁচ শতাংশের কর-হার। জেলি, মাশুরুম, ভুজিয়া, নারকেলের জল-এসবের উপর থেকে জিএসটি ১২ শতাংশ থেকে নেমে হচ্ছে পাঁচ শতাংশ।
ব্যক্তিগত- চুলের তেল, শ্যাম্পু, টুথপেস্ট, টয়লেট সোপ, ব্রাশ, সেভিং ক্রিম-এর উপর ১৮ শতাংশ থেকে নেমে ৫ শতাংশ কর ধার্য হবে।
পড়াশোনা- নোটবুক, পেন্সিল, শার্পনার এবং ইরেজারের মতো স্টেশনারি জিনিসপত্রের দামও কম হবে। নোটবুক, পেন্সিল শার্পনার, গ্লোব, ম্যাপ চার্ট, খাতা, ইরেজার করমুক্ত। পাশাপাশি খেলনা, ক্রীড়া সামগ্রী, হস্তশিল্প এবং বাঁশ বা বেত দিয়ে তৈরি আসবাবপত্রও সস্তা হবে।
স্বাস্থ্যগত- থার্মোমিটারের, সমস্ত ডায়গোনেস্টিক কিট, গ্লুকোমিটার, টেস্ট স্ট্রিপের উপর থেকে জিএসটি ১২ থেকে নেমে ধার্য হবে ৫ শতাংশ জিএসটি স্ল্যাব। জীবন রক্ষাকারী ওষুধ যেমন অ্যাগালসিডেস বিটা, ওনাসেমনোজিন, ডারাটুমুমাব এবং অ্যালেক্টিনিব এখন করমুক্ত।
পরিবহন এবং আবাসন- সিমেন্টে এবার থেকে ২৮% থেকে নেমে ১৮%-এর স্ল্যাবে। ট্রাক্টর, সাইকেল, ৩৫০ সিসির কম মোটরসাইকেল, ছোট গাড়ি (পেট্রোল/ডিজেল <১২০০-১৫০০ সিসির, দৈর্ঘ্য <৪ মিটার), বৈদ্যুতিক এবং হাইব্রিড যানবাহন এবং অ্যাম্বুলেন্সের উপর কর হ্রাস করা হবে। মার্বেল, গ্রানাইট ব্লক এবং ফসলের অবশিষ্টাংশ থেকে তৈরি পার্টিকেল বোর্ডের মতো পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রীর উপরও মাত্র ৫% কর প্রযোজ্য হবে।
এয়ার কন্ডিশনার, টিভি (এলইডি, এলসিডি), ডিশ ওয়াশিং মেশিন এর উপর ২৮ শতাংশের বদলে প্রযোজ্য হবে ১৮ শতাংশের জিএসটি স্ল্যাব।
কোন কোন দ্রব্যের ওপর জিএসটি বাড়ছে-
তামাক এবং ক্ষতিকারক পণ্য- পান মশলা, গুটখা, চিবনো তামাক এবং সিগারেটের দাম বাড়বে নয়া কর কাঠামোয়। নয়া কর ব্যবস্থায় এইসব দ্রব্যের উপর ২৮% থেকে বাড়িয়ে ৪০% জিএসটি প্রযোজ্য হবে বলে খবর সূত্রের। কার্বনেটেড কোমল পানীয়, ক্যাফিনেটেড পানীয় এবং ফল-ভিত্তিক ফিজি পানীয়র ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হতে চলেছে বলে খবর সূত্রের।
বিলাসবহুল পণ্য- ১২০০ সিসি/১৫০০ সিসি-র বেশি ইঞ্জিন বিশিষ্ট এসইউভি এবং বড় গাড়ি, ৩৫০ সিসি-র বেশি মোটরসাইকেল, ব্যক্তিগত বিমান এমনকি রিভলবার এবং পিস্তলের উপরও নয়া কর ব্যবস্থায় ৪০% জিএসটি প্রযোজ্য হবে।
মূল্যবৃদ্ধির তালিকায়- কয়লা, লিগনাইট এবং পিটের উপর ৫% এর পরিবর্তে ১৮% জিএসটি আরোপ করা হবে। ডিজেলের সঙ্গে মিশ্রিত নয় এমন বায়োডিজেলের উপর ১২% থেকে বৃদ্ধি পেয়ে ১৮% শতাংশর স্ল্যাব প্রযোজ্য হবে। ২,৫০০-এর বেশি প্রিমিয়াম পোশাক এবং টেক্সটাইল এবং উচ্চমূল্যের সুতির কুইল্টের উপরও ১৮% জিএসটি আরোপ করা হবে। আনকোটেড এবং ক্রাফ্ট পেপার সহ কিছু কাগজের পণ্যের উপর এখন ১৮% জিএসটি প্রযোজ্য হবে।