আসন্ন এই নির্বাচনের জন্য প্রস্তুত বিজেপি, আগরতলায় জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা ...
আজকাল | ০৪ সেপ্টেম্বর ২০২৫
নিতাই দে, আগরতলা: আসন্ন ভিলেজ কমিটি এবং ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (TTADC) নির্বাচনের জন্য রাজ্য বিজেপি সম্পূর্ণ প্রস্তুত। বুধবার রাজধানী আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত জনজাতি মোর্চার বিশেষ সাংগঠনিক বৈঠকে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা এ কথা স্পষ্ট করে দেন। বৈঠকে সভাপতিত্ব করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জনজাতি সমাজের সমস্যা ও দাবি দাওয়া সমাধানে দল ও সরকার একসঙ্গে কাজ করছে। এই বৈঠকের মূল উদ্দেশ্য নির্বাচন নয়, বরং জনগণকে আরও কার্যকরভাবে পরিষেবা দেওয়া। তবে রাজ্য বিজেপি সংগঠন নির্বাচনী যুদ্ধে নামার জন্যও সম্পূর্ণ প্রস্তুত।
ডাঃ সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশজুড়ে জনজাতি সমাজের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। ত্রিপুরার ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ত্রিপুরা সরকার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও কর্মসংস্থানের ক্ষেত্রে উপজাতি অধ্যুষিত এলাকায় একাধিক প্রকল্প হাতে নিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন আমরা চাই জনজাতি সমাজের প্রতিটি পরিবারে উন্নয়নের ছোঁয়া পৌঁছক। দীর্ঘদিন অবহেলিত থেকে আসা জনজাতি অংশ এখন জাতীয় মূলস্রোতে যুক্ত হচ্ছে।
রাজনৈতিক মহলের মতে, ভিলেজ কমিটি এবং টিটিএডিসি–দু’টি নির্বাচনের দিকেই রাজ্য বিজেপি নজর রাখছে। কারণ এডিসি অঞ্চলগুলোয় সরাসরি তিপ্রা মথা দলের প্রভাব রয়েছে। অন্যদিকে ভিলেজ কমিটি গ্রামীণ স্তরে সংগঠন আরও শক্তিশালী করার উপর মূল জোর দেওয়া হয়েছে বুধবারের এই বৈঠকে। বুধবারের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, ত্রিপুরা–অসম সাধারণ সম্পাদক (সংগঠন) রবীন্দ্র রাজু, জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা, জনজাতি মোর্চার সভাপতি পরিমল দেববর্মা। পাশাপাশি জেলা ও মণ্ডল স্তরের জনজাতি মোর্চার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন নির্বাচন ত্রিপুরার রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্প্রতি তিপ্রা মথা দলের সঙ্গে বিজেপির সম্পর্ক একাধিকবার টানাপোড়েনের মধ্যে দিয়ে গেছে। এডিসি এলাকায় ফান্ড বরাদ্দ নিয়ে দুই দলের মধ্যে বিরোধ প্রকাশ্যে এসেছে। ঠিক এই সময়ে বিজেপি জনজাতি সংগঠনের বিশেষ বৈঠক করে বার্তা দিল যে তারা একক শক্তিতেই মাঠে নামতে প্রস্তুত। ডাঃ সাহা বলেন, ভিলেজ কমিটি হোক বা এডিসি ভোট প্রতিটি নির্বাচন বিজেপি শক্ত হাতে মোকাবিলা করবে। তবে আমাদের আসল লক্ষ্য হচ্ছে মানুষের সমস্যার সমাধান এবং উন্নয়ন নিশ্চিত করা। রাজনৈতিক মহল মনে করছে, বিজেপি একদিকে জনজাতি সম্প্রদায়ের আস্থা অর্জনে সচেষ্ট হচ্ছে, অন্যদিকে নির্বাচনী ময়দানে সংগঠনকে চাঙা করার চেষ্টা করছে। বৈঠকে যে ধরনের উপস্থিতি ও বক্তব্য দেখা গেল, তা স্পষ্ট করে দিল–আগামী দিনে ত্রিপুরার পাহাড় ও সমতল উভয় অঞ্চলেই বিজেপি তাদের উপস্থিতি আরও জোরালোভাবে জানান দিতে চাইছে।