বাবা-মাকে খুন করে আত্মহত্যার চেষ্টা পুলিসকর্মী ছেলের! চাঞ্চল্য ঝাড়গ্রামে
বর্তমান | ০৪ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: বাবা-মাকে গুলি করে খুন করার অভিযোগ এক পুলিসকর্মীর বিরুদ্ধে। সেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ঝাড়গ্রামের রঘুনাথপুরে। অভিযুক্তের নাম জয়দেব চট্টোপাধ্যায়। তিনি জঙ্গলমহল ব্যাটেলিয়নের সাব ইন্সপেক্টর পদে কর্মরত। রঘুনাথপুরেই ভাড়া বাড়িতে থাকেন ওই পুলিসকর্মী ও তার বাবা-মা। গত কয়েকদিন ধরে ছুটিতে ছিল ওই পুলিসকর্মী।গতকাল, বুধবার রাতে আচমকাই বন্দুক দিয়ে বাবা-মায়ের মাথায় গুলি করে খুন করেন জয়দেব চট্টোপাধ্যায়। তারপরেই নিজের গলায় গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। তাকে গুরুতর জখম অবস্থায় ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাড়িটিকে ঘিরে রাখা হয়েছে। জয়দেব বাবুর বাবার নাম দেবব্রত চট্টোপাধ্যায় (৬০), মায়ের নাম শম্পা চট্টোপাধ্যায়। কিন্তু কী কারণে এই ঘটনা ঘটালেন ওই পুলিসকর্মী? প্রশ্ন উঠছে। ছুটি থাকা অবস্থায় কীভাবে তার কাছে বন্দুক এল? সেটি সার্ভিল রিভলভার কিনা খতিয়ে দেখতে পুলিস। তদন্ত শুরু হয়েছে।