ট্রাম্পের শুল্ক নাকি বিহারের ভোট, GST নিয়ে ৮ বছর পর ঘুম ভাঙল কেন? খোঁচা কংগ্রেসের
প্রতিদিন | ০৪ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রের প্রস্তাবিত নেক্সট জেনারেশন জিএসটিকে স্বাগত জানিয়েও খোঁচা দিল কংগ্রেস। প্রধান বিরোধী দলের বক্তব্য, ৮ বছর আগে যখন জিএসটি চালু হল তখন থেকেই জটিল ওই করকাঠামোর বিরোধিতা করে আসছে বিরোধী শিবির। শুরুতেই জটিল ওই কাঠামো চালু করা উচিত হয়নি মোদি সরকারের। একই সঙ্গে কংগ্রেসের প্রশ্ন, ট্রাম্পের জিএসটির ভয়ে নাকি বিহার ভোটের জন্য? কেন কাঠামোতে বদল?
বুধবার জিএসটি কাউন্সিলের বৈঠকের পর কাঠামোয় বড় বদলের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মূলত মধ্যবিত্তের কথা ভেবেই জিএসটি কাঠমোয় পরিবর্তন আনা হয়েছে। সেকারণেই বেশিরভাগ খাবারের দাম কমবে। স্বাস্থ্য বিমা এবং জীবন বিমাতে জিএসটি পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। ৩৩টি জীবনদায়ী ওষুধেও জিএসটি শূন্য করে দেওয়া হয়েছে। একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রুটি, পনির, দুধের ক্ষেত্রে। এই খাদ্যপণ্যগুলিতে জিএসটি থাকছে না। অনুমান করা যায়, নতুন জিএসটি কাঠামোয় ১৭৫টি জিনিসের দাম কমতে পারে। ১৮ এবং ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ জিএসটি বসছে তেল, ঘি, মাখন, চিজ, নুডলস, চানাচুর, নিমকি, ভুজিয়া, বিস্কুট, পাস্তা, সস ইত্যাদির। অর্থাৎ এই খাদ্যপণ্যগুলির দাম কমবে। খাদ্যপণ্য ছাড়াও জিএসটি কমে ৫ শতাংশে দাঁড়াচ্ছে সাবান, শ্যাম্পু, ব্রাশ, শেভিং ক্রিম, বাসন, সেলাই মেশিন, ট্র্যাক্টর, কীটনাশক, কৃষিক্ষেত্রে ব্যবহৃত পণ্যে। কৃষিক্ষেত্রে ব্যবহৃত পণ্যে জিএসটি কমলে সবজির দামও কমবে। চিকিৎসাক্ষেত্রে ব্যবহৃত একাধিক পণ্য যেমন থার্মোমিটার, মেডিক্যাল গ্রেড অক্সিজেন, টেস্ট কিট, গ্লুকোমিটার, চশমা-এগুলিতেও জিএসটি কমিয়ে পাঁচ শতাংশে আনা হয়েছে। মার্বেল, পাথর, চর্মজাত পণ্য, হ্যান্ডিক্রাফটসেও এবার জিএসটি কমে ৫%।
এই নয়া জিএসটিকে স্বাগত জানিয়েছে বিরোধী শিবির। তবে খোঁচা দেওয়ার সুযোগও ছাড়েনি। প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের বক্তব্য, “নতুন জিএসটি কাঠামোকে আমরা স্বাগত জানাই। কিন্তু বড্ড দেরি হয়ে গেল। ৮ বছর! এখন যে জিএসটি কার্যকর হয়ে রয়েছে সেটা শুরুতেই চালু করা উচিত ছিল না। আমরা ৮ বছর ধরেই এই কর কাঠামো নিয়ে প্রতিবাদ জানিয়ে চলেছি। কিন্তু এতদিন সরকার বধিরের মতো কানে আঙুল দিয়ে বসেছিল।”
কিন্তু এতদিন বাদে হঠাৎ কেন জিএসটিতে বদল? উত্তর খুঁজেছেন চিদম্বরম নিজেই। প্রাক্তন অর্থমন্ত্রী বলছেন, “কেন সরকার এই বদল আনল, বেশ চমকপ্রদ সম্ভাবনা উঠে আসছে। বৃদ্ধির হার কমে যাচ্ছে? গৃহস্থালির চাহিদা কমছে, আয় কমছে তাই? গৃহস্থালির সঞ্চয় কমছে তাই? বিহারে ভোট তাই? ট্রাম্প এবং শুল্ক? নাকি সবগুলিই?