• ট্রাম্পের শুল্কের ধাক্কা সামাল দিল জিএসটি, কেন্দ্রের নয়া ঘোষণায় উচ্ছ্বাস শেয়ার বাজারে
    প্রতিদিন | ০৪ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শুল্কবোমা’র মোকাবিলার মোক্ষম দাওয়াই। কেন্দ্রের নেক্সট জেনারেশন জিএসটি ফের চাঙ্গা করে দিল শেয়ার বাজারকে। জিএসটি কাউন্সিল নতুন করকাঠামো ঘোষণার একদিন পরই রীতিমতো উচ্ছ্বাস দেখা গেল দালাল স্ট্রিটে।

    বৃহস্পতিবার বাজার খুলতেই রীতিমতো ঝড়ের গতিতে বাড়তে থাকে শেয়ার সূচক। এদিন সকালে বাজার খোলার এক ঘণ্টার মধ্যে সেনসেক্স ৭০০ পয়েন্ট লাফিয়ে পেরিয়ে যায় ৮১ হাজার পয়েন্টের গণ্ডি। এই প্রতিবেদন লেখা হওয়া পর্যন্ত সেনসেক্স ৮১ হাজার পয়েন্টের উপরেই ঘোরাফেরা করছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটির সূচকও এদিন লাফিয়ে বেড়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিফটি ১৫৬ পয়েন্ট বেড়ে ২৪ হাজার ৮৭০ পয়েন্টের আশেপাশে ঘোরাফেরা করছে। ১৬টি গুরুত্বপূর্ণ সেক্টরের অধিকাংশই লাভে চলছে। 

    এর আগে গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপানো অতিরিক্ত শুল্ক কার্যকর হওয়ার আগে ও পরে বিরাট পতন দেখেছিল শেয়ার বাজার। বাজার থেকে সব মিলিয়ে উধাও হয়ে যায় ১০ লক্ষ কোটির পুঁজি। সেই ধাক্কা এদিন জিএসটি বোনাসে কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবেন বিনিয়োগকারীরা। বস্তুত ওয়াকিবহাল মহলের ধারণা, জিএসটি কমিয়ে দেশের বাজারে চাহিদা বাড়ানোই লক্ষ্যে মোদি সরকারের। এর অন্যতম উদ্দেশ্য, আমেরিকার শুল্কবোমা সামাল দেওয়া। বাজারে পণ্যের দাম কমলে মধ্যবিত্তের সঞ্চয় বাড়বে। সেক্ষেত্রে শেয়ার বাজারে বিনিয়োগের পরিমাণও বাড়ার সম্ভাবনা। প্রথম দিনই সেই সম্ভাবনা বাস্তব রূপ নিল।

    উল্লেখ্য, বুধবার জিএসটি কাউন্সিলের বৈঠকের পর কাঠামোয় বড় বদলের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মূলত মধ্যবিত্তের কথা ভেবেই জিএসটি কাঠমোয় পরিবর্তন আনা হয়েছে। সেকারণেই বেশিরভাগ খাবারের দাম কমবে। স্বাস্থ্য বিমা এবং জীবন বিমাতে জিএসটি পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। ৩৩টি জীবনদায়ী ওষুধেও জিএসটি শূন্য করে দেওয়া হয়েছে। একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রুটি, পনির, দুধের ক্ষেত্রে। এই খাদ্যপণ্যগুলিতে জিএসটি থাকছে না। অনুমান করা যায়, নতুন জিএসটি কাঠামোয় ১৭৫টি জিনিসের দাম কমতে পারে। ১৮ এবং ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ জিএসটি বসছে তেল, ঘি, মাখন, চিজ, নুডলস, চানাচুর, নিমকি, ভুজিয়া, বিস্কুট, পাস্তা, সস ইত্যাদির। অর্থাৎ এই খাদ্যপণ্যগুলির দাম কমবে। খাদ্যপণ্য ছাড়াও জিএসটি কমে ৫ শতাংশে দাঁড়াচ্ছে সাবান, শ্যাম্পু, ব্রাশ, শেভিং ক্রিম, বাসন, সেলাই মেশিন, ট্র্যাক্টর, কীটনাশক, কৃষিক্ষেত্রে ব্যবহৃত পণ্যে। কৃষিক্ষেত্রে ব্যবহৃত পণ্যে জিএসটি কমলে সবজির দামও কমবে। চিকিৎসাক্ষেত্রে ব্যবহৃত একাধিক পণ্য যেমন থার্মোমিটার, মেডিক্যাল গ্রেড অক্সিজেন, টেস্ট কিট, গ্লুকোমিটার, চশমা-এগুলিতেও জিএসটি কমিয়ে পাঁচ শতাংশে আনা হয়েছে। মার্বেল, পাথর, চর্মজাত পণ্য, হ্যান্ডিক্রাফটসেও এবার জিএসটি কমে ৫%।
  • Link to this news (প্রতিদিন)