• ‘কোনও হিন্দুকে দেশ ছাড়তে হবে না’, কেন্দ্রের নতুন বিদেশি নাগরিক আইনে উচ্ছ্বসিত ‘কবিয়াল’ অসীম
    প্রতিদিন | ০৪ সেপ্টেম্বর ২০২৫
  • সুবীর দাস, কল্যাণী: দেশে কার্যকর হয়েছে বিদেশি নাগরিক সংশোধনী আইন (Immigration and Foreigners Act, 2025)। কেন্দ্রের জারি করা নির্দেশিকা অনুযায়ী, ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ভারতে আশ্রয় নেওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, পার্সি, জৈন ও খ্রিস্টানদের দেশ ছাড়তে হবে না। এই নির্দেশিকায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বিজেপি বিধায়ক অসীম সরকার। মোদি-শাহকে ধন্যবাদ জানিয়ে তিনি বললেন, “বাংলাদেশ থেকে পালিয়ে আসা কোনও হিন্দু ভাই-বোনকে আর দেশ ছাড়তে হবে না।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একহাত নিয়েছেন তিনি।

    ২০২৪ সালের ১১ মার্চ গেজেট নোটিফিকেশন দিয়ে CAA কার্যকর করার কথা ঘোষণা করেছিল কেন্দ্র। এই আইনে বলা হয়, নাগরিকত্বের আবেদন জানানোর আগে অন্তত এক বছর এবং তার আগে ১৪ বছরের মধ্যে অন্তত পাঁচ বছর যাঁরা ভারতে থেকেছেন, তাঁরাই নাগরিকত্ব পাওয়ার যোগ্য হবেন। যা নিয়ে বিতর্ক চলছে বহুদিন ধরে। তৃণমূল সরকার বারবার দাবি করেছে, এই আইনের জটে মতুয়া-সহ বহু সম্প্রদায়ের মানুষকে নাগরিকত্ব হারাতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি থাকতে বাংলার কাউকে দেশ ছাড়তে হবে না। এসবের মাঝেই কেন্দ্রের বিদেশি নাগরিক সংশোধনী আইন কার্যকর করল কেন্দ্র। ফলে স্বাভাবিকভাবেই স্বস্তিতে লক্ষ লক্ষ মানুষ। এক নির্দেশিকায় উধাও হয়েছে দেশছাড়া হওয়ার আতঙ্ক। এপ্রসঙ্গে এদিন হরিণঘাটার বিধায়ক অসীম সরকার বললেন, “২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ওপার বাংলা থেকে যে হিন্দুরা ভারতে এসেছেন তাঁরা আর অনুপ্রবেশকারী নন। সকলেই এদেশের নাগরিক। মোদিজি কথা দিলে কথা রাখেন। নিখিল ভারত উদ্বাস্তু সমিতি, মতুয়া মহাসংঘ-সহ অনেকে উদ্বাস্তু সমস্যা থেকে মুক্তি পেতে চলেছে।”

    উল্লেখ্য, ১ সেপ্টেম্বর থেকে লাগু হয়েছে দেশে কার্যকর হয়েছে বিদেশি নাগরিক সংশোধনী আইন (Immigration and Foreigners Act, 2025)। যেখানে বলা আছে, বৈধ নথি ছাড়া ভারতে প্রবেশ করলে বা এদেশে থাকার মেয়াদ শেষ হয়ে গেলে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অনেকেই অবশ্য এই আইনে ছাড় পাবেন। তাঁরা কারা? স্বরাষ্ট্রমন্ত্রকের এক নির্দেশিকায় বলা হয়েছে, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে যে হিন্দু, শিখ, বৌদ্ধ, পার্সি, জৈন ও খ্রিস্টানরা ধর্মীয় উৎপীড়নের কারণে বা ধর্মীয় উৎপীড়নের ভয়ে ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ভারতে আশ্রয় নিয়েছেন, তাঁদের কাছে যদি বৈধ নথি বা পাসপোর্ট না থাকে কিংবা বৈধ নথি ও পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়, তা হলেও তাঁরা ছাড় পাবেন। অর্থাৎ ভারতে থাকার বৈধ নথি না থাকলেও, ওই বিদেশিদের গ্রেপ্তার করতে পারবে না পুলিশ। বরং তাঁদের শরণার্থীর মর্যাদা দেওয়া হবে।
  • Link to this news (প্রতিদিন)