দলের প্রাক্তন সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের প্রথম বর্ষপূর্তিতে রাজ্য জুড়ে নানা ভাষায় প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করেছে সিপিএম। সেই প্রতিযোগিতার শেষে সীতারাম ও বুদ্ধের স্মরণে হতে চলেছে অনুষ্ঠান। দলীয় সূত্রের খবর, দিল্লিতে কেন্দ্রীয় কমিটির বৈঠক সেরে রাজ্য নেতারা ফিরে আসার পরে আগামী ২০ সেপ্টেম্বর ওই অনুষ্ঠান হবে। আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে হুগলি জেলা কমিটিকে। এরই পাশাপাশি আগামী ৭ থেকে ৯ নভেম্বর বর্ধমানের রবীন্দ্র ভবনে হবে কৃষক সভার ৩৮ তম রাজ্য সম্মেলন। সেই উপলক্ষে সমাবেশে উপস্থিত থাকার কথা কৃষক সভার সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অমরা রাম এবং হান্নান মোল্লার। কেন্দ্রীয় কমিটি-সহ সিপিএমের সাংগঠনিক স্তরে ইদানিং কালে গুরুত্ব বেড়েছে বর্ধমানের। এ বার সিপিএমের কৃষক সংগঠনের রাজ্য সম্মেলনও হতে চলেছে বর্ধমানে। কৃষক সভার রাজ্য সম্পাদক অমল হালদারের বক্তব্য, ‘বিপন্ন কৃষি, বিপন্ন কৃষক, বিপন্ন স্বদেশ’— এই বার্তা সামনে রেখে এ বারের কৃষক সম্মেলন হবে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নীতির ফলে কৃষি ও কৃষকের সমস্যা কী ভাবে বাড়ছে, সেই প্রসঙ্গে আলোচনা হবে।