বনগাঁ এবং কৃষ্ণনগর শাখায় এসি লোকাল ছুটবে কবে থেকে? ভাড়া কত, জানাল রেল
আনন্দবাজার | ০৪ সেপ্টেম্বর ২০২৫
রানাঘাট-বনগাঁ-শিয়ালদহ এবং কৃষ্ণনগর-শিয়ালদহ শাখায় আপ-ডাউন মিলিয়ে দু’জোড়া এসি লোকাল চালানোর কথা আগেই ঘোষণা করেছিল পূর্ব রেল। এ বার রেলের তরফ থেকে জানানো হল, কবে থেকে ওই শাখায় ছুটবে এসি লোকাল। শুধু তা-ই নয়, কত ভাড়া হবে, তা-ও জানা গেল।
রেলের তরফে জানানো হয়, আগামী ৫ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে রানাঘাট-বনগাঁ-শিয়ালদহ এবং কৃষ্ণনগর-শিয়ালদহ শাখায় এসি লোকাল ট্রেন চলবে। তবে রবিবার বাদে এই দুই শাখায় সপ্তাহের প্রতি দিন পাওয়া যাবে এসি লোকাল। কোন স্টেশন থেকে কখন ছাড়বে এসি লোকাল— তা-ও জানিয়েছিল রেল।
বর্তমানে শিয়ালদহ এবং রানাঘাটের মধ্যে আপ-ডাউন মিলিয়ে এক জোড়া এসি লোকাল ট্রেন চলে। দিনের ব্যস্ত সময়েই ওই শাখায় এসি লোকাল চলছে। সকালে রানাঘাট থেকে শিয়ালদহ আসে, আবার সন্ধ্যায় শিয়ালদহ থেকে ফেরে রানাঘাটে। তবে শুক্রবার থেকে শিয়ালদহ ডিভিশনে আরও দুই শাখায় এক জোড়া করে এসি লোকাল চালাবে পূর্ব রেল।
রেলের বিজ্ঞপ্তি অনুসারে, রানাঘাট থেকে নতুন এসি লোকাল ট্রেনটি ছাড়বে সকাল ৭টা ১১ মিনিটে। সেই ট্রেন বনগাঁ পৌঁছোবে সকাল ৭টা ৫২ মিনিটে। তার পর বনগাঁ থেকে সেই ট্রেন ছেড়ে শিয়ালদহ পৌঁছোবে সকাল ৯টা ৩৭ মিনিটে। আবার শিয়ালদহ থেকে সেই এসি লোকাল ছাড়বে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে। বনগাঁ পৌঁছোবে রাত ৮টা ৪ মিনিটে। তার পর গন্তব্য রানাঘাটে পৌঁছোবে রাত ৮টা ৪১ মিনিটে।
অন্য দিকে, শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় এক জোড়া এসি লোকাল চলবে। রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ থেকে আপ কৃষ্ণনগর এসি লোকাল ছাড়বে সকাল ৯টা ৪৮ মিনিটে। সেই ট্রেন কৃষ্ণনগর পৌঁছোবে বেলা ১২টা ০৭ মিনিটে। আবার কৃষ্ণনগর থেকে এসি লোকালটি দুপুর দেড়টা নাগাদ ছেড়ে শিয়ালদহ পৌঁছোবে দুপুর ৩টে ৪০ মিনিটে।
রেলের শিয়ালদহ বিভাগ সূত্রে জানা গিয়েছে, এসি লোকালের সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা। শিয়ালদহ থেকে দমদম যাতায়াতে ভাড়া পড়বে ২৯ টাকা। মাসিক ৫৯০ টাকা। একই ভাবে শিয়ালদহ থেকে ব্যারাকপুরের ভাড়া পড়বে ৫৬ টাকা। মাসিক ১২১০ টাকা। শিয়ালদহ থেকে নৈহাটি যেতে খরচ পড়বে ৮৫ টাকা। মাসিক ১৭২০ টাকা। শিয়ালদহ থেকে রানাঘাট দৈনিক ১১৩ এবং মাসিক ২৩১০ টাকা। আর শিয়ালদহ থেকে কৃষ্ণনগর যেতে এসি ট্রেনের ভাড়া ১৩২ টাকা। মাসে ২৬৮০ টাকা। একই ভাবে বনগাঁ শাখার জন্য দমদমের ভাড়া পড়বে ২৯ টাকা। মাসিক ৫৯০ টাকা। বারাসত দৈনিক ভাড়া ৫৬ টাকা এবং মাসিক ১২১০ টাকা। এসি লোকালে হাবড়া যেতে হলে ভাড়া পড়বে ৮৫ টাকা। মাসের হিসাবে ১৭২০ টাকা। গোবরডাঙার ভাড়া হবে যথাক্রমে ৯৯ এবং ২০১০ টাকা। আর বনগাঁ যাওয়ার ভাড়া ১১৩ টাকা এবং মাসিক পড়বে ২৩২০ টাকা।