• সুষ্পষ্ট হল নিম্নচাপ অঞ্চল! বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় দুর্যোগ?
    আনন্দবাজার | ০৪ সেপ্টেম্বর ২০২৫
  • পুজোর আর মাসখানেকও বাকি নেই। কিন্তু বৃষ্টি থামার নাম নেই বঙ্গে। মাঝে দিনকয়েকের বৃষ্টিতে গরম খানিক কমেছে। আকাশেও ইতস্তত মেঘ জমে রয়েছে। বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর। ভিজতে পারে কলকাতাও।

    বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল আরও ঘনীভূত হয়ে বুধবারই সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। এর জেরেই চলতি সপ্তাহে ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে বঙ্গে। কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণও। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের আট জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হতে পারে। এ ছাড়া, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমবেশি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। শুক্রবারও দক্ষিণের বেশির ভাগ জেলার জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। ওই দিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঝড়বৃষ্টি হতে পারে। শনি ও রবিবারের জন্য আপাতত কোনও সতর্কতা জারি হয়নি। তবে সপ্তাহান্তেও দক্ষিণের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর।

    উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার উত্তরের চার জেলায় ঝড়বৃষ্টি হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুপৎ-সহ দুর্যোগের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বর্ষণের (৭ থেকে ১১ সেন্টিমিটার) পূর্বাভাস রয়েছে। তার পর থেকে শনিবার পর্যন্ত উত্তরে আর তেমন বৃষ্টির সতর্কতা নেই। রবিবার থেকে ফের ভারী বৃষ্টি শুরু হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। আগামী সোমবার থেকে দার্জিলিং ও কালিম্পঙেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি কম। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৩.২ ডিগ্রি কম।
  • Link to this news (আনন্দবাজার)