স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) আসন্ন পরীক্ষায় বসার আর্জি নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন এক জেলবন্দি শিক্ষক। আদালতের খবর, ওই শিক্ষকের বিরুদ্ধে পকসো আইনে মামলা হয়। তাঁকে গ্রেফতার করে পুলিশ। তিনি বর্তমানে বীরভূম সংশোধনাগারে বন্দি। সম্প্রতি এ বিষয়টি নিয়ে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন তাঁর আইনজীবী। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিংহ। আজ, বৃহস্পতিবার মামলার শুনানি হতে পারে।
কোর্টের খবর, ওই শিক্ষকের নাম আবদুস সাত্তার। তিনি ২০১৬ সালে এসএসসি পরীক্ষায় পাশ করে মাধ্যমিক স্তরের ইতিহাসের শিক্ষকের চাকরি পান। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ বাতিল হওয়ায় অন্যদের মতো আবদুসের চাকরিও যায়। তবে তিনি ‘দাগি’ তালিকাভুক্ত না-হওয়ায় ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি পেয়েছিলেন। ২০২৪ সালে একটি পকসো মামলায় নাম জড়ায় আবদুসের এবং তাঁকে গ্রেফতার করে পুলিশ। আবদুসের আইনজীবী ফিরদৌস শামিম ও গোপা বিশ্বাসের অভিযোগ, এলাকার এক তৃণমূল নেতার মদতেই ভুয়ো পকসো মামলায় ফাঁসানো হয়েছে ওই শিক্ষককে।
আইনজীবীরা আরও জানান, আদালতে আবদুসের জামিনের আবেদন মঞ্জুর হয়নি।ইতিমধ্যেই নতুন এসএসসি পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। সেই পরীক্ষার আবেদন জানিয়ে অ্যাডমিট কার্ডও পেয়েছেন তিনি। সেই পরীক্ষায় বসার জন্য কারা কর্তৃপক্ষের কাছে আর্জি জানালেও তা মঞ্জুর হয়নি। তাই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন ওই শিক্ষক। আইনজীবীদের একাংশের ব্যাখ্যা, দোষ প্রমাণিত না-হওয়া পর্যন্ত এ দেশে কাউকে অপরাধী বলা হয় না। সেই যুক্তিতে জামিন না দিয়েও জেল থেকে পুলিশি পাহারায় বেরিয়ে পরীক্ষায় বসার অনুমতি দেওয়ার সুযোগ আছে।