বেলেঘাটা এবং গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশনের মধ্যবর্তী অংশের কাজ সম্পূর্ণ করতে সব পক্ষকে বৈঠকের মাধ্যমে সমাধানসূত্রে পৌঁছনোর পরামর্শ দিল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, বৈঠকের দিনক্ষণ ঠিক করে আজ, বৃহস্পতিবার জানাতে হবে আদালতকে।
প্রসঙ্গত, বেলেঘাটা এবং গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশনের মধ্যে বেশির ভাগ কাজ হয়ে গেলেও চিংড়িঘাটা মোড়ের কাছে মাত্র ৩৬৬ মিটার অংশের কাজ বাকি থাকায় সম্পূর্ণ হচ্ছে না মেট্রোর অরেঞ্জ লাইন প্রকল্প। রেল বিকাশ নিগম লিমিটেডের (আরভিএনএল) আইনজীবী শাক্য সেনের অভিযোগ, রাজ্যের অনুমতি না মেলায় মাত্র তিনটি স্তম্ভের কাজ অসম্পূর্ণ রয়েছে। চিংড়িঘাটা মোড়ে যান নিয়ন্ত্রণ ও বিকল্প রাস্তায় গাড়ি চলাচলের পদক্ষেপ না করায় সেই কাজ আটকে আছে। তাঁর আরও দাবি, রাজ্যের সহযোগিতা পেলে দু’সপ্তাহে এই কাজ সম্পূর্ণ করবে আরভিএনএল।
রাজ্যের আইনজীবীর যুক্তি, অতীতে ওই এলাকায় আন্ডারপাস বানানোর প্রতিশ্রুতি দিলেও তা তৈরি করেনি আরভিএনএল। তিনি দাবি করেন, আন্ডারপাস তৈরি হলেই মেট্রো লাইনের কাজ সম্পূর্ণ করার অনুমতি দেবে রাজ্য প্রশাসন।