হাইকোর্টের দ্বারস্থ অভিনেত্রী, নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র
বর্তমান | ০৪ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। মামলায় তাঁর দাবি, সামাজিকভাবে বয়কট করা হয়েছে তাঁকে। তাঁর বাড়ির সামনের অংশ পোস্টার, ব্যানারে ঘিরে ফেলা হয়েছে। তাঁকে হেনস্তা করা হচ্ছে বলেও অভিযোগ। মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা। সম্প্রতি শাসকদল বিরোধী বেশ কিছু মন্তব্য ও কাজের জন্য তাঁকে সামাজিকভাবে বয়কট করা হয়েছে বলে দাবি করেছেন অভিনেত্রী। আগেই হরিদেবপুর থানায় ইমেলে অভিযোগ করেন শ্রীলেখা। তারপরও পরিস্থিতি বদলায়নি বলে অভিযোগ। সেই কারণেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।