• অনির্বাণের বিরুদ্ধে পুলিসের কাছে ‘সনাতনী’ নালিশ, দিনভর চর্চা অব্যাহত
    বর্তমান | ০৪ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গায়ক অনির্বাণ ভট্টাচার্যের নতুন ‘ইজম’ মানে ‘হুলি-গান-ইজম’ মঞ্চ ছাড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ভালো রকম জায়গা করে নিয়েছিল। তবে এবার এইসব ছাড়িয়ে নতুন গান জায়গা করে নিল কলকাতা পুলিসের সাইবার ক্রাইম থানায়। তবে অনির্বাণের এই নতুন স্বীকৃতি কিন্তু ঘোষ বংশের গান নিয়ে নয়। ‘সনাতনী’ শব্দ নিয়ে কটাক্ষ করার অভিযোগ উঠেছে অনির্বাণ ও তাঁর নব্য ব্যান্ডের বিরুদ্ধে। তাই বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি সটান অভিযোগ পত্র লিখেছেন কলকাতা পুলিসের সাইবার ক্রাইম থানায়।

    তাই সামাজিক মাধ্যমের চর্চায় আরও মশলা পাওয়া গিয়েছে। অনির্বাণ কি সত্যিই বিপ্লবটা ঘটিয়ে ফেললেন? নইলে একেবারে পুলিসের দ্বারস্থ হতে হয়? আবার অনেকে বলছেন, যাঁদের নাম করলেন তাঁরা হালকা চালে নিলেন, আর সনাতনী বলতেই গেরুয়া শিবির নড়েচড়ে বসল? গানের মাঝে অনির্বাণ ঠিক কী বলে উঠেছিলেন? ‘সনাতন এসে গেছে? সনাতনী? সনাতন মানে সনাতন ভারতের কথা বলছি। আসেনি তো এখনও। সনাতন ভারতে পৌঁছতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। সবাই এগিয়ে যায়। আমরা পিছিয়ে যাব।’ আর এই ভিডিও এখন সামাজিক মাধ্যমে নির্বিচারে ঘুরে বেরাচ্ছে। শেয়ার, লাইকের বন্যায় ভেসে যাচ্ছে। এই বন্যায় আবার অন্যায় ভেসে যায় না। ভেসে ভেসে থানায় অভিযোগ হয়। বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি কলকাতা পুলিসের সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের প্রতিলিপি তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। ঠিক কী তাঁর অভিযোগ? ‘হুলি-গান-ইজম’-এর সদস্যরা ও অনির্বাণ ভট্টাচার্য সনাতন ধর্মকে অপমান করেছেন ও বিদ্বেষ প্রচার করেছেন। তিনি আরও লিখেছেন, সনাতন ধর্মের উপাসক হিসেবে আমি ব্যথিত হয়েছি। ওই কথাগুলোর জন্য ধর্মীয় বিশ্বাসে ও সনাতনীদের আবেগে আঘাত লেগেছে। এতে সমাজের শান্তি বিঘ্নিত হতে পারে বলেও তিনি অভিযোগ করেছেন। অভিযোগ পত্রের সঙ্গে তিনি সংশ্লিষ্ট ভিডিও ক্লিপও যোগ করে দিয়েছেন।

    এই অভিযোগের বিষয়ে ব্যান্ডের অন্যতম সদস্য দেবরাজের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তাঁরা কি উদ্বিগ্ন? দিশেহারা? দেবরাজ এই বিষয়ে জানিয়েছেন, ‘আমি কখনও জেলে যাইনি, কখনও না! আমি অপেক্ষা করছি, পুলিস আসুক। যদি জেলে যেতে হয়, তাহলে যাব। পুলিস আসা পর্যন্ত তো অপেক্ষা করতে হবে।’ অভিযোগের বিষয়েও তিনি ভাষা ভাষা শুনেছেন বলে জানিয়েছেন। তাই আপাতত অপেক্ষা ছাড়া উপায় নেই ‘হুলি-গান-ইজম’-এর সদস্যদের জন্য। তাঁরা অপেক্ষায় রয়েছেন।
  • Link to this news (বর্তমান)