নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডিজিটাল কমার্সের সুযোগ নিয়ে যাতে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প সংস্থাগুলি ব্যবসার বহর বাড়াতে পারে, তার জন্য সচেতনতা শিবিরের আয়োজন করল ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেড। বুধবারের ওই শিবিরে অংশ নিয়েছিল একাধিক বণিকসভা ও শিল্প সংসঠন। কেন্দ্রীয় সংস্থাটির কর্তারা বলেন, ২০২৪ সালে দেশে একটি প্রকল্প চালু হয়, যার নাম ‘টিম’। ২০২৭ সাল পর্যন্ত চলা এই প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছে বিশ্ব ব্যাঙ্ক। মোট বরাদ্দ হয়েছে ২৭৭ কোটি ৩৫ লক্ষ টাকা। এর অন্যতম লক্ষ্য ছোট শিল্পের ব্যবসার বহর বাড়াতে সাহায্য করা, নতুন বাজার পাওয়া ও ক্রেতার সংখ্যা বাড়ানো। কেন্দ্রের যে ওপেন নেটওয়ার্ক ডিজিটাল কমার্স পরিষেবা আছে, তাকে কাজে লাগানো যাবে কীভাবে, তার উপর উদ্যোগপতিদের আলোকপাত করা হয় এই শিবিরে। কেন্দ্রীয় সংস্থাটির কলকাতা জোনের জেনারেল ম্যানেজার অনুপম গায়েন বলেন, এরাজ্যের ছোট শিল্পের মানোন্নয়নে কলকাতার বাইরের ছোট শহরগুলিতেও সচেতনতা শিবিরের আয়োজন করব আমরা।