• কলকাতা ও হলদিয়ায় পণ্য পরিবহণ বৃদ্ধি
    বর্তমান | ০৪ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এপ্রিল থেকে আগস্টের মধ্যে কলকাতা ও হলদিয়া বন্দরে পণ্য পরিবহণ অনেকটাই বেড়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট (এসএমপি) কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে, ২০২৪ সালের এই সময়ের তুলনায় চলতি বছর এই পাঁচ মাসে দু’টি বন্দরে মোট পণ্য পরিবহণ বেড়েছে ১৬.০২ শতাংশ। এই সময়কালে কলকাতা-হলদিয়া বন্দরে মোট ২৮.২৩৬ মিলিয়ন টন পণ্য পরিবহন হয়েছে। আগের বছর এই মাসগুলিতে মোট পণ্য পরিবহণ হয়েছিল ২৪.৩৩৭ মিলিয়ন টন। এবার হলদিয়া বন্দরই মোট ২০.৬২৫ মিলিয়ন টন পণ্য পরিবহন করেছে। আগের বছর এটা ছিল ১৮.২১৬ মিলিয়ন টন। কলকাতা বন্দরেও পণ্য পরিবহন ৬.১২১ থেকে বেড়ে ৭.৬১১ মিলিয়ন টন হয়েছে। শতাংশের হিসেবে কলকাতা বন্দরে বৃদ্ধি বেশি হয়েছে। এসএমপি’র চেয়রম্যান রথেন্দ্র রমণ এই সাফল্যর জন্য বন্দরের কর্মী ও আধিকারিকদের অভিনন্দন জানিয়েছেন।
  • Link to this news (বর্তমান)