• ‘যত কাণ্ড কলকাতাতেই’ গান গাওয়ার পাশাপাশি অভিনয়ও করেছেন পটা! কেমন ছিল সেই ‘রুফটপ’ অভিজ্ঞতা?
    আজকাল | ০৪ সেপ্টেম্বর ২০২৫
  • সঙ্গীতশিল্পী অভিজিৎ বর্মণ-এর নাম শুনলে শ্রোতা-দর্শকের খানিক ভুরু কুঁচকোলেও যেই মুহূর্তে শিল্পীর ‘আসল নাম’ উচ্চারিত হয়, এক লহমা লাগে না ‘পটা’-কে তাঁদের চিনে নিতে। একটা দীর্ঘ সময় জুড়ে বাংলার অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘ক্যাকটাস’-এর ভোকালিস্ট ছিলেন তিনি। এরপর ‘মরুদ্যান’ সহ একাধিক ব্যান্ডের সঙ্গে কাজ করেছেন তিনি। বহু বছর পর বড়পর্দায় ফের শোনা যাবে পটার টাটকা নতুন গান। অনীক দত্ত পরিচালিত ‘যত কাণ্ড কলকাতাতেই’ ছবির সুবাদে। দেবজ্যোতি মিশ্রর সুরে রুফটপ গানটি গেয়েছেন পটা। ‘রুফটপ’-এর গীতিকার রঙ্গন চক্রবর্তী।

    আজকাল ডট ইন-কে পটা বললেন, “দেখুন, বড়পর্দায় আগেও গেয়েছি। গৌতম ঘোষের মনের মানুষ-এ, ঋতুপর্ণ ঘোষের খেলা সহ আরও বেশ কয়েকটি ছবিতে আমার গান রয়েছে। আমাকে কাছে গানের সংখ্যা থেকে গানের মান-টা বরাবর বেশি গুরুত্ব পেয়েছে। দেবজ্যোতিদা, অনীকদা যখন এই গানের বিষয়ে বলেছিলেন, গাওয়ার প্রস্তাব দিয়েছিলেন - খুব উৎসাহিত হয়েছিলাম প্রথম থেকেই। কারণ রুফটপ জীবনের গান। এই গানের সুরে কোথাও যেন পল্লীগীতির একটা মৃদু ছোঁয়া রয়েছে...আবার মিউজিক অ্যারেঞ্জমেন্টটা খুব আধুনিক। সব মিলিয়ে আমি খুব উপভোগ করেছি, এই গান রেকর্ড করার সময়।”

    শিল্পীর থেকে আরও জানা গেল, ছবিতেও তাঁকে দেখা যাবে। অর্থাৎ এই গানটি অন্য কোনও অভিনেতার ঠোঁটে নয়, তাঁকেই গাইতে দেখা যাবে। ছবির গল্প অনুযায়ী এই গানের দৃশ্য নাকি বেশ গুরুত্বপূর্ণ। তবে এই গানের শুটিংও খুব ছিমছামভাবে হয়েছে। পটার কথায়, “অনীকদা, এই গানের বিষয়ে বলতে গিয়ে বলেছিলেন, 'বন্ধুরা একসঙ্গে থাকলে যেমন সহজভাবে গান হয়, সহজভাবে সময় কাটে তেমনই হবে এই গান।’” কথাশেষে শিল্পীর সংযোজন, “যদি আমি নিজে এই গানটি নাও গাইতাম, তবু প্রশংসা করতাম। তার মূল কারণ রুফটপ-এর সুর এবং এর কথা। আমার দৃঢ় বিশ্বাস, মানুষের ভাল লাগবে, মনে জায়গা করে নেবে এই গান।”

    প্রসঙ্গত, বহু প্রতীক্ষার পর মুক্তি পাচ্ছে অনীক দত্ত পরিচালিত ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’। ছবির টিজারে ধরা পড়েছে রহস্য, হেঁয়ালি, আর শিকড়ের সন্ধানে ছুটে চলা এক কাহিনির টানটান গল্পের ইঙ্গিত। পরিচালকের নিজস্ব ভাষায়— “এটা ফেলুদার প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য, কিন্তু আলাদা চরিত্রের মাধ্যমে।” ছবির কেন্দ্রে রয়েছে আবীর চট্টোপাধ্যায় অভিনীত ‘তোপসে’ চরিত্রটি। তবে এক্ষেত্রে তোপসে আর ফেলুদার সঙ্গী নন— এখন তিনি নিজেই একজন পূর্ণাঙ্গ গোয়েন্দা! ছবি প্রেমিক, গোয়েন্দা গল্প অনুরাগী এবং ফেলুদা-ফ্যানদের মধ্যে টিজার মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছে 'যত কান্ড কলকাতাতেই'। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৫ সালের দুর্গাপুজোতে।
  • Link to this news (আজকাল)