• শিক্ষক না হলেও গ্রুপ সি পদে চাকরি? ‘দাগি’-দের নিয়ে আইনমাফিক আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা মমতার
    এই সময় | ০৪ সেপ্টেম্বর ২০২৫
  • স্কুল সার্ভিস কমিশনের নতুন পরীক্ষায় চিহ্নিত ‘দাগি’ শিক্ষকদের বসতে দেওয়া যাবে না — কড়া নির্দেশ রয়েছে সুপ্রিম কোর্টের। সম্প্রতি এসএসসি ১৮০৬ জন ‘অযোগ্য’দের তালিকা প্রকাশ করেছে। তবে ‘অযোগ্য’-দের ব্যাপারে আইনজীবীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    বৃহস্পতিবার ধনধান্য স্টেডিয়ামে শিক্ষক দিবসের প্রাক্কালে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেই মঞ্চ থেকে মমতা বলেন, ‘যাঁরা শিক্ষকতা করেও অযোগ্য বলে প্রমাণিত হয়েছেন, তাঁদের ব্যাপারে আইনানুগ আলোচনা করছি। হয়তো শিক্ষক হতে পারবেন না আদালতের নির্দেশ অনুযায়ী, কিন্তু তাঁরা যাতে গ্ৰুপ সি বা সমমানের চাকরি পান, সেটা দিতে পারি কি না, তা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’

    মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান চলার সময়ে বিধানসভার বাইরে বিক্ষোভ দেখান চাকরিহারা যোগ্য শিক্ষকদের একাংশ। সেই দলের প্রতিনিধি সুমন বিশ্বাস বলেন, ‘সব যোগ্যকে চাকরি দিতে হবে। যোগ্যদের তালিকা প্রকাশিত হলে পরীক্ষা নেওয়ার প্রয়োজন কী? যাঁদের বয়স পেরিয়ে গিয়েছে এবং চাকরির পরীক্ষায় বসতে পারছে না, তার দায়িত্ব নিতে হবে সরকারকে।’

    ‘যোগ্য’ চাকরিহারা প্রার্থীদের নিয়ে এ দিন মমতা বলেন, ‘আগামী দু-তিন মাসের মধ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ হবে। এর পরে শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। আমি মুখ্যসচিবকে বলব, শিক্ষকদের অভিজ্ঞতা যেন গুরুত্ব দেওয়া হয়। কারণ যাঁরা ইতিমধ্যে ১০ বছর চাকরি করে ফেলেছেন, তাঁদের বয়স তো পেরিয়ে গিয়েছে। সেটা যেন দেখা হয়।’

  • Link to this news (এই সময়)