• 'এরা বাংলা ভাষার উপর অত্যাচার করে, অ্যান্টি বেঙ্গলি', বিধানসভায় ক্ষোভে ফেটে পড়লেন মমতা, বললেন, 'বিজেপি চোর'...
    আজকাল | ০৪ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবারের পর, বৃহস্পতিবার। বিধানসভায় বাংলা ভাষা এবং বাংলাভাষীদের উপর আক্রমণ নিয়ে আলোচনা শুরু হয়। আর তারপর থেকেই দফায় দফায় উত্তাল হল বিধানসভার অন্দর। তুলকালাম, ধুন্ধুমার পরিস্থিতিতে ওয়েলে নেমে সকলকে জায়গায় বসতে বললেন মমতা। দিলেন নৈতিকতার পাঠ। তীব্র কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী রাজনৈতিক দল, বিজেপিকে। বিজেপিকে 'চোর' কটাক্ষ করে, বাংলা বিরোধী বিজেপি হঠানোর ডাক দিলেন বিধানসভার অন্দর থেকেই।

    উল্লেখ্য, মুখ্যমন্ত্রী বিধানসভায় থাকাকালীন গেরুয়া শিবিরের বিধায়করা বিক্ষোভ দেখান, প্রশ্ন করেন, কেন বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছে, তা নিয়ে। বাক বিতণ্ডা বাড়ার পরেই বিধানসভার স্পিকার সাসপেন্ড করে দেন শঙ্কর ঘোষকে। যদিও বিজেপি বিধায়করা শঙ্করকে ঘিরে রেখে উত্তেজনা বাড়ে আরও কয়েকগুণ। শঙ্কর নিজের আসনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখান বলেও খবর সূত্রের।

    বিধানসভায় পরিস্থিতি জটিল হতেই, নিয়ন্ত্রণে নামেন খোদ মমতা। ওয়েলে নেমে তিনি বিক্ষোভরত বিধায়কদের নিজেদের জায়গায় বসার কথা বলেন। এদিন  মমতা বিধানসভায় বলেন, 'ওরা আলোচনা চায় না। এরা বাংলা ভাষার উপর অত্যাচার করে, অ্যান্টি বেঙ্গলি। যাতে মানুষ আমাদের কথা শুনতে না পায় সেজন্য। আমি অনেকক্ষণ ধরে শাসক দলের সদস্যদের শান্ত থাকতে বলেছি, কিন্তু মনে রাখবেন শান্তি রক্ষা দু' পক্ষের কাজ। আপনারা মাননীয় অধ্যক্ষের কথা শুনুন।'

    বিধানসভায় এদিন মমতা বিজেপি বিধায়কদের ধিক্কার জানান, বাংলা বিরোধীতার জন্য। মমতার মতে, তাঁরা বাংলা ভাষা নিয়ে আলোচনা চান না। তিনি বলেন, 'এই যে কাগজ ছুড়ছেন বিধানসভায়, এটা অনৈতিক, আনপার্লামেন্টারি, আনডেমোক্র্যাটিক এবং অবৈধ। আমি বাংলা ভাষায় কথা বলি, মানুষ তা জানতে পারলে এদের মুখোশ খুলে যাবে। এরা দুর্নীতিবাজ, এরা গোদি চোর, ভোট চোর এবং সবচেয়ে বড় ডাকাতের দল, দুর্নীতিবাজের দল। বাঙালির উপর অত্যাচার করার দল। বিজেপি আজকে দেশের লজ্জা। আমি তীব্র ধীক্কার জানাই বাংলা ভাষার উপর অত্যাচার করার জন্য। এমন একদিন আসবে বাংলার মানুষ একজন বিজেপিকেও এখানে দেখতে চাইবেন না। বাংলার উপর অত্যাচার করে, সবাই হারবে।'

    বিধানসভায় ক্ষুব্ধ মমতা এদিন বলেন, 'মানুষ আপনাদের বলবে, আর নেই দরকার, কেন্দ্রের বিজেপি সরকার। আর নেই দরকার মোদি সরকার, আর নেই দরকার অমি শাহের সরকার।' বিজেপিকে চোর কটাক্ষ করেন মমতা। বিজেপির বিক্ষোভের মাঝেই বিধানসভায় নিজের বক্তব্য পেশ করেন মমতা। দলবদলুদেরও তীব্র নিশানা করেন। 

    এর আগে, ৪ সেপ্টেম্বর, শিক্ষক দিবসের প্রাক্কালে বৃহস্পতিবার সকালে কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য রাজ্য সরকারের তরফে দেওয়া হল শিক্ষারত্ন সম্মান। সংবর্ধনা দেওয়া হল ২০২৫ সালের কৃতী ছাত্রছাত্রীদেরও। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অনুষ্ঠানে সেরা ১২টি স্কুলকে শিক্ষা ও খেলাধূলায় উৎকর্ষের জন্য পুরস্কার প্রদান করেন মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে শিক্ষারত্ন পেলেন ৭৩ জন শিক্ষক। তাঁদের মধ্যে ৩৯ জন স্কুলের শিক্ষক শিক্ষিকা, ২১ জন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ১৩ জন ভোকেশনাল এবং অন্যান্য আইআইটি বিষয়ক শিক্ষক। সকলকে পুরস্কৃত করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মানপত্র, শাল, ঘড়ি, স্মারক, বই এবং ২৫ হাজার টাকা পেলেন প্রত্যেকে। 
  • Link to this news (আজকাল)