আকাশে টকটকে লাল চাঁদ, রবিবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে কলকাতা সহ এই শহরগুলিতে, কখন?
আজ তক | ০৪ সেপ্টেম্বর ২০২৫
আবারও আকাশ জুড়ে এক বিরল দৃশ্য। আগামী ৭ সেপ্টেম্বর রবিবার রাতে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই সময় চাঁদ লাল আভা ধারণ করবে, যা 'ব্লাড মুন' নামে পরিচিত। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এটি হবে বছরের অন্যতম আকর্ষণীয় জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা।
চন্দ্রগ্রহণ ঘটে যখন পৃথিবী সরাসরি সূর্য ও চাঁদের মাঝখানে এসে চাঁদের উপর সম্পূর্ণ ছায়া ফেলে। তবে গ্রহণের সময় চাঁদ অদৃশ্য হয় না, বরং পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে সূর্যালোক প্রতিফলিত হয়ে চাঁদের পৃষ্ঠে লাল বা তামাটে আলো ফেলে। সেই কারণেই গ্রহণের চাঁদকে বলা হয় রক্তিম চাঁদ।
কখন দেখা যাবে গ্রহণ?
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে ৭ সেপ্টেম্বর রাতে। আংশিক গ্রহণের পর চাঁদ ধীরে ধীরে পৃথিবীর গভীর ছায়ায় ঢুকে পড়বে। গ্রহণের পূর্ণ পর্যায় স্থায়ী হবে এক ঘণ্টারও বেশি সময়, যখন চাঁদ সবচেয়ে গাঢ় লাল রঙ ধারণ করবে।
কোথায় দেখা যাবে?
এই গ্রহণ দেখা যাবে এশিয়া, ইউরোপ, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে। কলকাতা, নয়াদিল্লি, ঢাকা, সাংহাই, টোকিও, সিউল, জাকার্তা, ব্যাংকক, মস্কো, বার্লিন, লন্ডন, প্যারিস, রোম ও মাদ্রিদসহ বহু শহরের মানুষ চাঁদের এই রূপ প্রত্যক্ষ করতে পারবেন। অন্যদিকে হনোলুলু, লিসবন ও রিও ডি জেনেইরোতে কেবল আংশিক গ্রহণ দৃশ্যমান হবে।
ভারতে গ্রহণের অবস্থা
ভারতের আকাশ থেকেও এই গ্রহণ খোলা চোখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাবে, যদি আবহাওয়া অনুকূল থাকে। সূর্যগ্রহণের মতো চন্দ্রগ্রহণ দেখতে বিশেষ কোনো সুরক্ষা প্রয়োজন হয় না।
বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক দিক
জ্যোতির্বিজ্ঞানীরা ব্যাখ্যা করেন, পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের আলোকে ভেঙে দেয়, আর লাল তরঙ্গদৈর্ঘ্য চাঁদে পৌঁছে তাকে রক্তিম রূপ দেয়। অন্যদিকে বহু সংস্কৃতিতে ব্লাড মুন পৌরাণিক কাহিনী ও কুসংস্কারের সঙ্গে জড়িয়ে আছে, যেখানে একে পরিবর্তন বা রূপান্তরের প্রতীক হিসেবে ধরা হয়।