যমুনার জলস্তর বৃদ্ধি পেয়ে প্রবেশ করল দিল্লির জনবহুল এলাকায়, জল জমেছে সচিবালয়ের কাছেও
বর্তমান | ০৪ সেপ্টেম্বর ২০২৫
নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর: উত্তর ভারতে ভারী বৃষ্টি চলছে। যার ফলে জলস্তর বাড়ছে যমুনার। চরম বিপদসীমা অতিক্রম করেছে নদীটি। যার ফলে দিল্লির বিভিন্ন এলাকায় যমুনার জল প্রবেশ করেছে। কোথাও কোথাও বুক আবার কোথাও গলা সমান জল। বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন দিল্লিবাসী। আজ, বৃহস্পতিবার যমুনার জলস্তর পৌঁছেছে ২০৭.৪৭ মিটারে। যদিও এদিন ভোর থেকে স্থির রয়েছে যমুনা। নতুন করে জল বাড়েনি। কিন্তু চরম বিপদসীমা যমুন অতিক্রম করায় জলের তলায় পূর্ব দিল্লির ময়ূর বিহার এলাকা। নদীর জল পৌঁছে গিয়েছে দিল্লির সচিবালয়ের কাছেও। একটি রাস্তা বন্ধ রেখে দমকলের মাধ্যমে জল বের করার চেষ্টা করা হচ্ছে। দিল্লির স্বামীনারায়ণ মন্দিরে জল প্রবেশ করেছে। এমনকী মন্দিরে যাওয়ার জন্য রিং রোডের উপর যে ফুটওভার ব্রিজ তৈরি করা হয়েছিল, সেটিও ডুবে গিয়েছে।সিভিল লাইন এলাকায় বসত বাড়ি, বাংলোতে জল ঢুকেছে। দিল্লির অন্যতম জনবহুল এলাকা আইটিও ও কাশমেরে গেট এলাকা জলমগ্ন। বন্ধ রয়েছে দিল্লির একাধিক শ্মশানও। শেষকৃত্য করতে হচ্ছে শ্মশান সংলগ্ন ফুটপাতে। দিল্লিতেও ভারী বৃষ্টি চলছে। আজ, বৃহস্পতিবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দেশের রাজধানীর জন্য। বৃষ্টির জেরে দিল্লির আলিপুরে জাতীয় সড়ক ৪৪-এর উপরে থাকা একটি উড়ালপুলে ধস নেমে যায়। গর্ত হয়ে যায় বেশ খানিকটা এলাকা। যার ফলে জখম হয়েছেন এক অটো চালক। বৃষ্টি না থামলে দিল্লির পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে, বলেই অনুমান বিশেষজ্ঞদের।