নিজস্ব প্রতিনিধি, কাটোয়া: ঘরের ভিতর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। এলাকার বাসিন্দারা কিছুতেই বুঝতে পারছিলেন না বিষয়টি। তারপরে একটি বন্ধ ঘরে কাছে যেতেই দুর্গন্ধের উৎস খুঁজে পান। সঙ্গে সঙ্গে থানায় খবর দেন স্থানীয়রা। পুলিস এসে বন্ধ ঘরটি খুলতেই চক্ষুচড়কগাছ। ঘরের ভিতরে মা ও মেয়ের পচাগলা মৃতদেহ দেখতে পায় পুলিস। তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের লক্ষ্মীপুর মাঠে। সেখানেই একটি ঘরে থাকতেন মা ও মেয়ে।তাঁদেরই মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস জানিয়েছে, মৃতদের নাম শিখা ভট্টাচার্য (৫৫)এবং ঈশা ভট্টাচার্য (৩০)। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, দু’জনেই বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। মৃতদেহের পচন ধরে গিয়েছিল। বাড়িতে মা এবং মেয়ে ছাড়া অন্য কেউ থাকতেন না। প্রতিবেশীরা বলেন, কারও সঙ্গে তাঁদের তেমন কোনও সম্পর্ক ছিল না। তদন্ত শুরু হয়েছে।