• শিয়ালদহ স্টেশন সংলগ্ন এলাকা থেকে অবৈধ হকারদের উচ্ছেদ কলকাতা পুরসভার, সঙ্গে রয়েছে পুলিস
    বর্তমান | ০৪ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরজুড়ে ফুটপাত দখলমুক্ত করার কাজ শুরু করেছে কলকাতা পুরসভা। সঙ্গে রয়েছে কলকাতা পুলিসও। রেলের দীর্ঘদিনের দাবি মেনে এনআরএস হাসপাতালের সামনে, শিয়ালদহ ব্রিজের নীচে থেকে অবৈধ হকারদের সরাতে শুরু করেছে পুরসভা। আজ, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সেই প্রক্রিয়া। শিয়ালদহ স্টেশনের যাতায়াতের রাস্তা থেকে হকারদের অবৈধ দখলদারিও সরানো হয়েছে। বহুদিন ধরেই এই রাস্তাতে জামা-কাপড় থেকে শুরু করে সবজির ব্যবসা চলে। অফিস টাইমে ভিড়ের চাপে নিত্যযাত্রীদের যাতায়াতে সমস্যা হয়। সেই কারণেই আজ,বৃহস্পতিবার কলকাতা পুরসভা ও পুলিসের যৌথ অভিযান শুরু হয়।রাস্তা খালি করা হয়েছে। এর আগে প্রিন্স আনোয়ার শাহ রোডে লর্ডসের বেকারি মোড়ে সরকারি জমি দখলমুক্ত করা হয়েছে কলকাতা পুরসভার তরফে। সম্প্রতি হাজি মহম্মদ মহসিন স্কোয়ার, মুসলিম ইনস্টিটিউট, আলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনের ফুটপাত থেকেও অবৈধ হকারদের উচ্ছেদ করা হয়েছে। রফি আহমেদ কিদওয়াই রোডেও অবৈধ দখলদারির উচ্ছেদ করা হয়েছে। নিউমার্কেট চত্বরে মাঝেমধ্যেই দফায় দফায় রাস্তা থেকে হকারদের সরানো হচ্ছে। মূলত শহরের ফুটপাতকে দখলমুক্ত করতে এই বিশেষ অভিযান চালাচ্ছে কলকাতা পুরসভা। 
  • Link to this news (বর্তমান)