• প্রাক্তন সেনাকর্মীদের ধরনায় অনুমতি হাইকোর্টের
    দৈনিক স্টেটসম্যান | ০৪ সেপ্টেম্বর ২০২৫
  • ভারতীয় সেনাবাহিনীর সমালোচনা করার প্রতিবাদে ধরনায় বসতে চলেছেন প্রাক্তন সেনা আধিকারিকদের একাংশ। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সেই অনুমতি দিয়েছে। ৮ তারিখ এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানা গিয়েছে।

    সোমবার ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ খোলাকে কেন্দ্র করে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ ছিল, বিজেপির কথায় কাজ করছে সেনাবাহিনী। এই সব মন্তব্যের বিরোধিতায় প্রাক্তন সেনা আধিকারিকদের একাংশ ধরনায় বসতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই আবেদনের প্রেক্ষিতে আগামী সোমবার মেয়ো রোডে তাঁদের ধরনায় বসার অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

    এ বিষয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘আমরা সেনার অনুমতি নিয়েই ধরনায় বসেছিলাম। আমাদের ডেকোরেটরদের সঙ্গে কথা বলতে পারতেন। তা না করে প্যান্ডেল খোলার জন্য সেনা নামিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী কারও প্রতি কোনও অশ্রদ্ধা দেখাননি। হতে পারে ওঁরা কারও ইন্ধনে এসব করছেন।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)