যাদবপুর বিশ্ববিদ্যালয় ও আইআইটি খড়গপুর দেশের সেরা দশে
দৈনিক স্টেটসম্যান | ০৪ সেপ্টেম্বর ২০২৫
আবারও দেশের শীর্ষ শিক্ষাঙ্গনের মধ্যে জায়গা করে নিল পশ্চিমবঙ্গের একাধিক নামকরা প্রতিষ্ঠান। কেন্দ্রের ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (এনআইআরএফ) প্রকাশিত তালিকায় ভারতের সেরা দশ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে স্থান পেয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ও আইআইটি খড়গপুর। মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই র্যাঙ্কিং প্রকাশ করেন। এনআইআরএফ র্যাঙ্কিংয়ে বাংলার একাধিক প্রতিষ্ঠান একসঙ্গে উজ্জ্বল হওয়ায় রাজ্যের শিক্ষা পরিকাঠামো নিয়ে গর্বিত শিক্ষক-শিক্ষার্থীরা। তাঁদের আশা, আগামী বছরগুলোতেও এই সাফল্যের ধারা বজায় থাকবে।
তবে শুধু বিশ্ববিদ্যালয় নয়, কলেজ র্যাঙ্কিংয়েও সাফল্য পেয়েছে বাংলা। সেরা কলেজের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ। সেন্ট জেভিয়ার্স কলেজ রয়েছে অষ্টম স্থানে। দেশের সেরা আইন শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিডিক্যাল সায়েন্সেস (ডব্লিউবিএনইউজেএস)। ম্যানেজমেন্ট কলেজের তালিকায় সপ্তম স্থানে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতা (আইআইএমসি)।
জানা গিয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় জাতীয় তালিকায় নবম স্থানে রয়েছে। অন্যদিকে, দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে আইআইটি খড়গপুর। ইঞ্জিনিয়ারিং বিভাগের তালিকায় এর অবস্থান পঞ্চম, রিসার্চ সংস্থার ক্ষেত্রে পঞ্চম এবং আর্কিটেকচার ও প্ল্যানিং বিভাগে ইনোভেশন র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে রয়েছে খড়গপুর আইআইটি। পাশাপাশি, শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি আর্কিটেকচার ও প্ল্যানিং বিভাগে তৃতীয় ও চতুর্থ স্থানে স্থান পেয়েছে।
উল্লেখ্য, কেন্দ্রীয় তালিকার শীর্ষে রয়েছে আইআইটি মাদ্রাজ। দ্বিতীয় স্থানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরু। তৃতীয় স্থানে বম্বে আইআইটি। দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) রয়েছে দ্বিতীয় স্থানে, এবং সামগ্রিক তালিকায় রয়েছে নবম স্থানে।