• দাগি অযোগ্যদের তালিকায় বিজেপি নেতার ছেলের নাম
    দৈনিক স্টেটসম্যান | ০৪ সেপ্টেম্বর ২০২৫
  • এসএসসির তরফে দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় উঠে এসেছে নেতা-নেত্রীদের নাম ও তাঁদের পরিবারের সদস্যদের নাম। তালিকায় নাম রয়েছে বিজেপি নেতার ছেলের। বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি অবনী মণ্ডলের ছেলের নাম মিলেছে অযোগ্যদের তালিকায়। ছেলে অতনু মণ্ডল ভাঙড়ের ১ নম্বর ব্লকের নারায়ণপুর হাইস্কুলের সহ শিক্ষক। সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেওয়া হয়। এর ফলে চাকরি যায় ২৬ হাজার শিক্ষকের। তখনই চাকরি চলে যায় অতনু মণ্ডলের। এরপরে তাঁর নাম দাগি অযোগ্যদের তালিকায় পাওয়া গেলে রাজনৈতিক মহলে চাপানউতোর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তালিকায় নাম থাকার বিষয়টিকে মানতে রাজি হননি অতনুর বাবা অর্থাৎ বিজেপি নেতা অবনী মণ্ডল। ঘটনায় শওকত মোল্লা বিষয়টিকে নিয়ে কটাক্ষ করেছেন।

    ২০১৯ সাল থেকে ভাঙড়ের ১ নম্বর ব্লকের নারায়ণপুর হাইস্কুলে কর্মরত ছিলেন অতনু মণ্ডল। বাংলা ভাষার সহ শিক্ষক হিসেবে কাজ করতেন তিনি। দাগি অযোগ্যদের তালিকায় ছেলের নাম দেখে তা বিশ্বাস করতে চাননি তাঁর বাবা। দ্বিতীয় দফার তালিকায় ২০০ নম্বরে নাম রয়েছে অতনুর। তাঁর বাবার বক্তব্য, তাঁর ছেলে পড়াশোনায় ভালো। স্কুলেও তাঁর নামডাক আছে। স্কুলে গিয়ে শিক্ষক ও ছাত্রছাত্রীদের গিয়ে জিজ্ঞাসা করতে বলেছেন তিনি, যে তাঁর ছেলে কত ভালো পড়ান এবং স্কুলের শিক্ষক হিসেবে তিনি কেমন। চাকরি বাতিলের পরে আর তিনি স্কুলে যাননি। ঘটনা প্রকাশ্যে আসতে তৃণমূলের তরফে প্রতিক্রিয়া মিলেছে। তৃণমূল বিধায়ক শওকত মোল্লা বলেছেন, ‘যাঁরা কথায় কথায় তৃণমূলের দিকে আঙুল তোলেন, তাঁদের ঘরের ছেলেরও চাকরি চলে গিয়েছে।’ সিপিএমের তরফে বলা হয়েছে, খোলা বাজারে চাকরি বিক্রি হয়েছে। যারা টাকা দিতে পেরেছে তারাই চাকরি পেয়েছে। এখানে বিজেপি-তৃণমূল সবাই আছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)