• নিয়োগ দুর্নীতিতে জামিন পরেশ অধিকারী ও তাঁর মেয়ে অঙ্কিতার
    দৈনিক স্টেটসম্যান | ০৪ সেপ্টেম্বর ২০২৫
  • এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে জামিন পেলেন তৃণমূলের প্রাক্তন প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী ও তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারী। বুধবার আলিপুর আদালতে গিয়ে আত্মসমর্পণ করে আগাম জামিনের আবেদন জানান তাঁরা। এরপরে দিনের শেষে আলিপুর আদালত থেকে তাঁদের জামিন মঞ্জুর করা হয়। ৭ হাজার টাকার বন্ডে জামিন দেওয়া হয় তাঁদের দুজনকে। এদিন তাঁদের সঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন আহ্বায়ক শান্তিপ্রসাদ সিনহার স্ত্রী দেবশ্রী সিনহারও জামিন হয়। পাশাপাশি আরও কয়েকজনের জামিন হয়েছে বুধবার।

    সম্প্রতি এসএসসির নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই আদালতে ৪টি চার্জশিট পেশ করেছে। এরপরেই অভিযুক্তদের আদালতে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়। বুধবার আলিপুর আদালত থেকে নিয়োগ দুর্নীতি মামলায় মোট ৭৫ জনকে জামিন দিয়েছে। উল্লেখ্য, অঙ্কিতা অধিকারী এসএসসি পরীক্ষা দিয়ে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকার পদে চাকরি পান। এরপরেই ববিতা সরকার নামে এক শিক্ষিকা অভিযোগ করেন, অঙ্কিতা বেআইনি ভাবে শিক্ষকের চাকরি পেয়েছেন। এই অভিযোগে মামলাও করেন তিনি। আদালতের বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ২০২২ সালে অঙ্কিতার চাকরি চলে যায়। বেআইনি পথে প্রভাব খাটিয়ে মেয়ের চাকরি করে দেওয়ার অভিযোগে পরেশ অধিকারীর বিরুদ্ধেও মামলা করা হয়।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)