• পুজোয় বৃষ্টির আশঙ্কা
    দৈনিক স্টেটসম্যান | ০৪ সেপ্টেম্বর ২০২৫
  • এবারের পুজো বৃষ্টিমুখর হবে কি না তা নিয়ে নির্দিষ্ট কোনও তথ্য দেয়নি মৌসম ভবন। তবে বৃষ্টির আশঙ্কা একেবারে উড়িয়ে দিতে পারছে না মৌসম ভবন। প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই বর্ষা বিদায় নেয়। কিন্তু এবার তা পিছিয়ে গিয়েছে। ১৭ সেপ্টেম্বর বর্ষা বিদায় নিতে পারে বলে জানানো হয়েছে। বর্ষা প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু হতে না হতেই পুজোর দিন চলে আসছে। ফলে এবার পুজোতে বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে বলে জানা গিয়েছে।

    পাশাপাশি বুধবার বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের ঘূর্ণাবর্ত আরও শক্তিশালী হয়েছে বলে জানা গিয়েছে। নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গের জেলাগুতিতে বিক্ষিপ্ত বৃষ্টি এমনকি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ থেকে টানা ৬ দিন এই বৃষ্টিপাত চলবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূমে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

    মৌসম ভবন থেকে সেপ্টেম্বরে পরিমানের তুলনায় বেশি বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়ে দিয়েছে মৌসম ভবন। বলা হয়েছে সেপ্টেম্বরে রাজস্থান, দিল্লি, হরিয়ানা, উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এর ফলে ভূমিধস, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগগুলো হওয়ার আশঙ্কা জানিয়েছে মৌসম ভবন। মৌসম ভবন থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে সেপ্টেম্বরে দেশে স্বাভাবিক অথবা স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে।

    বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি ও মুর্শিদাবাদ, বীরভূমের নামও রয়েছে। হাওয়া অফিস থেকে বলা হয়েছে অক্টোবরে বর্ষা বিদায় নিয়ে থাকে। সেকারণে অক্টোবরের প্রথম সপ্তাহের দিকে বৃষ্টিপাত হয়। এবারের পুজো শুরু হচ্ছে ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীর শুভক্ষনের মধ্য দিয়ে। সেপ্টেম্বরে পুজো এগিয়ে আসায় পুজোতে এবার কমবেশি বৃষ্টি হতেই পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)