• ঝাড়গ্রামে বাবা-মাকে গুলি করে হত্যার পর আত্মহত্যার চেষ্টা পুলিশকর্মীর
    দৈনিক স্টেটসম্যান | ০৪ সেপ্টেম্বর ২০২৫
  • মধ্যরাতে চাঞ্চল্য ছড়াল ঝাড়গ্রামে। রাজ্য পুলিশের জঙ্গলমহল ব্যাটালিয়নের এক সাব-ইন্সপেক্টরের বিরুদ্ধে নিজের বাবা-মাকে গুলি করে হত্যার পর আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার গভীর রাতে ঝাড়গ্রাম পুলিশ লাইন এলাকার একটি ভাড়া বাড়িতে এই ঘটনাটি ঘটে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত এসআই-এর নাম জয়দেব চট্টোপাধ্যায় (৩২)। আসানসোলের বাসিন্দা জয়দেব কর্মসূত্রে ঝাড়গ্রামে পোস্টিং পেয়ে পুলিশ লাইনের পাশে একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতেন। তাঁর বাবা দেবব্রত চট্টোপাধ্যায় (৬২) এবং মা শম্পা চট্টোপাধ্যায় (৫০) কয়েক মাস আগে থেকেই তাঁর সঙ্গেই থাকছিলেন।

    প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, গভীর রাতে হঠাৎ গুলির শব্দ শুনে প্রতিবেশীরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ এসে বাড়ির ভিতরে জয়দেব, তাঁর বাবা ও মায়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকেরা দেবব্রত ও শম্পাকে মৃত বলে ঘোষণা করেন। গলায় গুলিবিদ্ধ অবস্থায় জয়দেব বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

    পুলিশের প্রাথমিক অনুমান, জয়দেব চরম মানসিক অবসাদের কারণে এই পদক্ষেপ করে থাকতে পারেন। তদন্তকারীরা জানিয়েছেন, নিহত দেবব্রতবাবু দীর্ঘদিন ধরে একটি জটিল অসুস্থতায় ভুগছিলেন। ছেলে হিসেবে বাবা-মায়ের শারীরিক ও মানসিক দায়িত্ব বহন করতে গিয়ে জয়দেব মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। সহকর্মীদের মতে, তিনি বরাবর শান্ত ও কর্তব্যপরায়ণ অফিসার হিসেবে পরিচিত ছিলেন। এক সহকর্মী জানান, ‘স্যার তাঁর বাবা-মাকে খুব ভালোবাসতেন। আমরা সবাই বাকরুদ্ধ। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।’

    ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জয়দেবের অস্ত্র কোথা থেকে এল, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার আগে ২ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনের ছুটিতে ছিলেন জয়দেব। সেই সময়ে কোনও পারিবারিক অশান্তি বা মানসিক চাপে তিনি ভুগছিলেন কি না, তা নিয়েও তদন্ত চলছে। এই মর্মান্তিক ঘটনার পর গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)