ঝাড়খণ্ডের জঙ্গলে মাওবাদী-নিরাপত্তাবাহিনী গুলির লড়াই, সংঘর্ষে শহিদ ২ জওয়ান
প্রতিদিন | ০৪ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েক মাসে ক্রমাগত নিরাপত্তাবাহিনীর অভিযানে কোণঠাসা হচ্ছিল মাওবাদীরা। এবার পালটা মারে ঝাড়খণ্ডের পালামৌ জেলায় মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হলেন নিরাপত্তাবাহিনীর দুই জওয়ান। নকশালপন্থীদের সঙ্গে সংঘর্ষে জখম হয়েছেন আরও এক জওয়ান। তাঁকে উদ্ধার করে পালামৌর মেদনিরাই মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার পুলিশ খবর পায়, পালামৌর মানাতু থানা এলাকার কেদল গ্রামে জঙ্গলের মধ্যে মাওবাদীদের গতিবিধি দেখা গিয়েছে। এরপর সেখানে অভিযান চালায় পুলিশ এবং সিআরপিএফের যৌথবাহিনী। পালামৌর ডিআইজি নওশাদ আলম জানিয়েছেন, রাত সাড়ে ১২টা থেকে অভিযান শুরু হয়। জঙ্গলে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই চলাকালীন গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় দুই জওয়ানের। আশঙ্কাজনক আরও এক জওয়ানকে উদ্ধার করে পালামৌর মেদনিরাই মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর থেকেই ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, ঝড়খণ্ডের মতো মাওবাদী অধ্যুষিত রাজ্যগুলিতে মাওবিরোধী অভিযান ব্যাপক গতি পেয়েছে। গোয়েন্দাদের মতে, বর্তমানে ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমানাবর্তী কারেগুট্টা পাহাড়ি এলাকা মাওবাদীদের অন্যতম শক্তঘাঁটি। এই এলাকা থেকে মাওবাদের শিকড় উপড়ে ফেলতে প্রায় ৩ হাজার আধাসেনাকে নামানো হয়েছে। দেশের বাকি অংশেও লাগাতার অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। সেই অভিযানের জেরে ব্যাকফুটে যাওয়া মাওবাদীরা এবার নিশানা করতে শুরু করেছে সাধারণ গ্রামবাসীদের।