সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের মুখে তামিলনাড়ুতে বড়সড় ধাক্কা বিজেপির। এনডিএ জোট ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করলেন জয়ললিতার ঘনিষ্ঠ টিটিভি দিনাকরণ। বুধবার নিজের সিদ্ধান্ত জানিয়ে দিনাকরণ দাবি করলেন, তাঁদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।
ই পালানিস্বামী, ও পনিরসেলভম, শশীকলা, টিটিভি দিনাকরণ। তামিলনাড়ুর রাজনীতিতে এরা সকলেই পরিচিত নাম। জয়ললিতা জীবিত থাকাকালীন এরা প্রত্যেকেই এআইএডিএমকের হয়ে কাজ করতেন। জয়ললিতার মৃত্যুর পর নিজেদের মধ্যে বিবাদে এঁরা আলাদা হয়ে যান। আলাদা আলাদা রাজনৈতিক সংগঠনের ব্যানারে লড়াই করেন। যার ফলে সুবিধা পেয়ে যায় ডিএমকে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সেটার পুনরাবৃত্তি রুখতে মরিয়া বিজেপি এদের সকলকে এক ব্যানারে আনার চেষ্টা করেন। সকলকেই এনডিতে শামিল করানোর চেষ্টা করে বিজেপি।
সেই লক্ষ্যেই ই পালানিস্বামী এবং টিটিভি দিনাকরণের মধ্যেকার শৈত্য কাটাতে উদ্যোগী হয় গেরুয়া শিবির। বিজেপি নেতারা চাইছিলেন এআইএডিএমকের পাশাপাশি দিনাকরণের এএমএমকে এনডিএ জোটে শামিল করতে। তাতে অনেকটা সাফল্যও পায় গেরুয়া শিবির। দিনাকরণের বিরুদ্ধে পালানিস্বামী ২০১৯ সালে যে মামলা দায়ের করেছিলেন, সেটা প্রত্যাহারও করা হয়। কিন্তু তারপর আর সেই আলোচনা এগোয়নি। শেষে বিরক্ত হয়ে এনডিএ-তে শামিল না হওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে দিলেন দিনাকরণ।
তাঁর দাবি, জয়ললিতার সৈনিকরা যাতে এক ছাতার তলায় এসে লড়াই করে, সেজন্য প্রায় দেড় মাস অপেক্ষা করেছে তাঁর দল এএমএমকে। কিন্তু এই মুহূর্তে এটা স্পষ্ট যে আম্মার সব সৈনিক একজোট হতে পারবে না। দিনারকণ বলছেন, “আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমাদের দলের জন্মই হয়েছে প্রতারণার বিরোধিতা করে। তাই আমরা জোটে থাকতে পারছি না।” যার অর্থ ডিএমকের বিরুদ্ধে যে বৃহত্তর জোটের স্বপ্ন বিজেপি দেখছিল, সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেল।