• ফের ডিজিটাল অ্যারেস্টের ফাঁদ! ৩৯ লক্ষ টাকা খোয়ালেন আহমেদাবাদের বৃদ্ধ
    প্রতিদিন | ০৪ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে ফের ডিজিটাল অ্যারেস্টের ফাঁদ। জালে পড়ে ৩৯ লক্ষ টাকা খোয়ালেন এক বৃদ্ধ। জানা গিয়েছে, ১০ দিনেরও বেশি সময় ধরে তাঁকে ‘ডিজিটাল অ্যারেস্টে’ করে রেখেছিল অপরাধীরা। সম্প্রতি চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আহমেদাবাদে। বৃদ্ধের অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, গত ১৮ আগস্ট এক অপচারিত নম্বর হোয়াটসঅ্যাপে ফোন আসে ওই বৃদ্ধের কাছে কাছে। ফোনের ওপারে থাকা দুই ব্যক্তি নিজেদের সিবিআই এবং মুম্বই পুলিশের  আধিকারিক হিসাবে পরিচয় দেয়। ভয় দেখিয়ে বলা হয়, জেট এয়ারওয়েজের আর্থিক দুর্নীতিতে তাঁর নাম পাওয়া গিয়েছে। শীঘ্রই তাঁকে গ্রেপ্তার করা হবে। এরপরই আতঙ্কিত হয়ে পড়েন বৃদ্ধ। শুধু তাই নয়, ভিডিও কলের মাধ্যমে প্রতারকরা তাঁকে একটি ভুয়ো আদালতও দেখান বলে জানা গিয়েছে। এরপর ক্ষেপে ক্ষেপে বৃদ্ধের কাছ থেকে মোট ৩৯ লক্ষ টাকা প্রতারকরা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ। অবশেষে সর্বস্বান্ত হয়ে গত বৃহস্পতিবার তিনি পুলিশের দ্বারস্থ হন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

    এ প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক বলেন, “বর্তমানে প্রতারকরা টাকা হাতিয়ে নিতে নতুন নতুন পন্থা অবলম্বন করছে। বয়স্কদের সাবধান হওয়া দরকার।”
  • Link to this news (প্রতিদিন)