বৃষ্টির মাঝেই একধাক্কায় দক্ষিণবঙ্গে ৪ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা! কেমন থাকবে উত্তরের আবহাওয়া?
প্রতিদিন | ০৪ সেপ্টেম্বর ২০২৫
নিরুফা খাতুন: গত প্রায় একমাস ধরেই বৃষ্টি চলছে বাংলাজুড়ে। পুজোতেও কলকাতা ভাসতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। তবে জানা যাচ্ছে, নিম্নচাপ ওড়িশা ও ঝাড়খণ্ড পেরিয়ে যাচ্ছে ছত্তিশগড়ের দিকে। যার জেরে খানিকটা বদলাবে বাংলার আবহাওয়া (WB Weather Update)। হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও তিন থেকে চার ডিগ্রি বাড়বে তাপমাত্রা।
হাওয়া অফিস সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা ফের ওড়িশায় অবস্থান করছে। জয়সলমীর, কোটা, গুনা, জব্বলপুরের পর ছত্রিশগড়ের নিম্নচাপের উপর দিয়ে গোপালপুর থেকে দক্ষিণপূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে আজ, বুধবার একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে হালকা মাঝারি বৃষ্টির হতে পারে। একইসঙ্গে উপকূল সংলগ্ন জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে।
শুক্রবার থেকে কমবে বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বেশি বৃষ্টির সম্ভাবনা। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা কমবে। বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। দক্ষিণবঙ্গের কিছু জেলার কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা। তবে সোমবার থেকে ফের ভোগাবে বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। তবে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি টের পাবেন। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সোমবার পর্যন্ত চলবে বৃষ্টি।