• ‘বাংলায় পরিবর্তন চাই, সেটা বিজেপি হঠাও’, বিধানসভায় অশান্তির মাঝে বললেন মমতা
    প্রতিদিন | ০৪ সেপ্টেম্বর ২০২৫
  • ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এখন থেকেই সরগরম হয়ে উঠেছে বঙ্গ রাজনীতি। ইতিমধ্যেই বাংলায় একাধিক প্রচারসভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেসব সভা থেকে তিনি বাংলায় পরিবর্তনের ডাক দিয়ে বিজেপিকে ক্ষমতায় আনার বার্তা দিয়েছেন। বৃহস্পতিবার বিধানসভায় বাংলা ও বাঙালি সংক্রান্ত আলোচনার মাঝে নজিরবিহীন অশান্তির মাঝেই সেই ‘পরিবর্তন’ আসলে কী, তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, ”বাংলায় পরিবর্তন চাই। আর সেটা হল বিজেপি হঠাও। বিজেপি সাম্প্রদায়িক, তফসিলি বিরোধী, হিন্দু বিরোধী দল। ওদের বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে।”

    বৃহস্পতিবার বিধানসভায় বাংলা ও বাঙালি ‘হেনস্তা’ বিরোধী প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্যের শুরুতেই বিজেপি বিধায়করা বাধা দিতে থাকেন। এনিয়ে দফায় দফায় অধিবেশন উত্তপ্ত হয়, নজিরবিহীন অশান্তি তৈরি হয়। বিজেপির বিরোধিতায় মুখ্যমন্ত্রীও আক্রমণাত্মক কথা বলেন। কার্যত বিজেপির উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট করে দেন। তাঁর কথায়, “বিজেপি বাংলা বিরোধী। এরা চায় না, আমি দুটো বাংলায় কথা বলি। তাই বাধা দিচ্ছে। এরা ভোটচোর, দুর্নীতিবাজ। এভাবে বাংলায় ভোটে জেতা যাবে না। এরা সব হারবে।”মমতা আরও বলেন, ”তোমরা মানুষকে অত্যাচারের দল, লুটেরার দল। দেশে পরিবর্তন চাই। বিজেপি হঠাও, দেশ বাঁচাও। বাংলা বিরোধী বিজেপি হঠাও, দেশ বাঁচাও। বাংলার মানুষ এর জবাব দেবে। তোমাদের জিরো করে দেবে।”

    রাজনৈতিক মহলের মত, এতদিন প্রধানমন্ত্রী বা দিল্লির অন্যান্য বিজেপি নেতারা বারবার বাংলায় তৃণমূল সরকারকে উৎখাতের ডাক বাংলায় পরিবর্তনের সওয়াল করেছেন। এবার মুখ্যমন্ত্রী নিজেও পরিবর্তনের কথা বললেন। কিন্তু তা হল, বিজেপিকে রাজ্যে শূন্য করে দেওয়া। তাঁর মতে, বাংলা বিরোধী কোনও দলকে বাংলার মানুষ মেনে নেবে না। আগেকার প্রতিটি নির্বাচনে গেরুয়া শিবিরের ফলাফলের হতশ্রী দশাই তার প্রমাণ।
  • Link to this news (প্রতিদিন)