• সিনেমায় কি লাগল জিএসটি ধাক্কা! সঙ্গীর আবদারে হলে গিয়ে 'ওইটা' কিনতে গেলেই গুনতে হবে বাড়তি টাকা? ফ্রাইডে নাইটের আগেই জেনে নিন
    আজকাল | ০৫ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বুধবার রাতে সামনে এসেছে দেশের নয়া কর কাঠামো, নয়া কর ব্যবস্থায় আর থাকছে না চারস্তর। দ্বি-স্তরীয় কর ব্যবস্থায় স্বাভাবিক ভাবেই বহু জিনিসের উপর আরোপিত কর বদলে যাচ্ছে এক ধাক্কায়। বেশকিছু জিনিসের উপর জিএসটি আরোপিত হচ্ছে অধিক হারে। বেশকিছু দ্রব্যের উপর জিএসটি কমছে এক ধাক্কায়। আবার বেশকিছু দ্রব্যের উপর জিএসটি মুকুব করা হয়েছে। তালিকায় টিভি থেকে শ্যাম্পু, মোটরসাইকেল থেকে সিগারেট। 

    এই অবস্থায় নজরে সিনেমা হল। নয়া জিএসটি ব্যবস্থায় টিকিটের দাম কি কমছে? সঙ্গীর আবদারে হলে যাওয়া কি কিছুটা সহজ হল কেন্দ্রের নয়া কর ব্যবস্থায়। অন্যদিকে পপকর্ণ নিয়ে আলোচনা দীর্ঘদিনের। ক্যারামেল পপকর্ণের দাম কি এবারেও বেড়ে গেল আরও? হাজার প্রশ্ন ঘুরছিল বুধবার রাত থেকেই। এক নজরে দেখে নেওয়া যাক, টিকিট থেকে শুরু করে পপকর্ন, কোমল পানীয়, এমনকি আইসক্রিম সানডে, ভারত সিনেমা দেখার জন্য যেভাবে খরচ করে তা বদলে যেতে চলেছে, একনজরে তা-

    নয়া কর ব্যবস্থায় ১০০ টাকা পর্যন্ত দামের টিকিটের উপর এখন মাত্র ৫% জিএসটি প্রযোজ্য হবে, যা আগের ছিল ১২ শতাংশ। অর্থাৎ টিকিটের দামের উপর এবার থেকে কমে যাচ্ছে আরোপিত করের হার। বিশেষজ্ঞরা মনে করছেন, জিএসটি ধারা কমে যাওয়ায়, একক-স্ক্রিন থিয়েটার এবং ছোট শহরগুলির বেশ উপকার হবে। কারণ  সেইসব জায়গায় এখনও সিনেমা হলের টিকীতের দাম বহুক্ষেত্রেই ১০০টাকার কম। 

    একইসঙ্গে উল্লেখ্য, ১০০ টাকার উপরে টিকিটের ক্ষেত্রে ১৮% জিএসটি আরোপিত হবে, যার অর্থ মেট্রো শহরগুলিতে মাল্টিপ্লেক্স এবং প্রিমিয়াম থিয়েটারগুলিতে যাঁরা সিনেমা দেখতে যাবেন, টিকিটের দামের ক্ষেত্রে তাঁদের খুব একটা উপকার হবে না। 

    এবার আসা যাক, পপকর্নের বিষয়ে। পপকর্নের দাম নিয়ে এর আগেও বহুল চর্চা হয়েছে। লবণযুক্ত বা মশলাদার পপকর্নের উপর এবার থেকে আরোপিত হবে ৫ শতাংশ জিএসটি। ক্যারামেল পপকর্ন, তার উপর আবার ১৮ শতাংশ জিএসটি ধার্য হবে। একইসঙ্গে উল্লেখ্য, সিনেমা হলে প্রাপ্ত বায়ুযুক্ত এবং ক্যাফিনেটেড পানীয় (কোক, পেপসি)-র উপর নয়া কর ব্যবস্থায় ২৮% এর পরিবর্তে ৪০ শতাংশ কর ধার্য করা হচ্ছে। ধরা যাক, এখন যদি কোকের দাম হয় ৩৫০টাকা, তাহলে নয়া কর ব্যবস্থা চালু হলে তার দাম ৪৪৮ টাকা হতে পারে।

    দেশে  চার স্তরের কর ব্যবস্থা সরল হল অপেক্ষাকৃত, থাকবে এবার থেকে কেবল দুই স্তরের কর কাঠামো। এই মুহূর্তে ভারতে দ্রব্যাদির উপর মোট চারটি ভাগে জিএসটি কার্যকর।  ৫ শতাংশ, ১২ শতাংশ, ১৮ শতাংশ এবং ২৮ শতাংশ। বুধবার সন্ধেয় জানা গেল,  জিএসটি কাউন্সিল ৫ এবং ১৮% এর দ্বি-স্তরের হার কাঠামো অনুমোদন করেছে, যা ২২ সেপ্টেম্বর থেকে কার্যকরী হবে। জানা গিয়েছে, জীবনবীমা এবং স্বাস্থ্যবিমায় জিএসটি মুকুব করা হবে নয়া কর কাঠামোয়। 

    কী হবে এই দুই স্তর জিএসটি ব্যবস্থায়? স্বাভাবিক ভাবেই বদলে যাবে বহু জিনিসের দাম। বেশকিছু দ্রব্যের দাম কমবে, আবার বেশকিছু দ্রব্যের দাম বাড়বে।

    নয়া জিএসটি ব্যবস্থায় কোন কোন দ্রব্যের ওপর জিএসটি কমছে-

    নিত্যপ্রয়োজনীয়-  দুধ, পনির, পরোটা, পিৎজা রুটি, খাখরা এবং রুটি-তে জিএসটি লাগবে না বলে খবর সূত্রের। এর আগে এইসব দ্রব্যের উপর পাঁচ শতাংশ জিএসটি স্ল্যাব প্রযোজ্য ছিল। একইসঙ্গে জানা গিয়েছে, মাখন, ঘি, পনির, জ্যাম, সস, স্যুপ, পাস্তা, নোনতা এবং মিষ্টান্নর উপর এবার থেকে লাগু হবে ৫ শতাংশ কর স্ল্যাব, যা ১২-১৮% থেকে কমিয়ে আনা হয়েছে। বাদাম, পেস্তা এবং কাজু বাদামের মতো শুকনো ফল, খেজুর এবং সাইট্রাস ফলের উপরও ধার্য হবে পাঁচ শতাংশের কর-হার। জেলি, মাশুরুম, ভুজিয়া, নারকেলের জল-এসবের উপর থেকে জিএসটি ১২ শতাংশ থেকে নেমে হচ্ছে পাঁচ শতাংশ। 

    ব্যক্তিগত- চুলের তেল, শ্যাম্পু, টুথপেস্ট, টয়লেট সোপ, ব্রাশ, সেভিং ক্রিম-এর উপর ১৮ শতাংশ থেকে নেমে ৫ শতাংশ কর ধার্য হবে।

    পড়াশোনা- নোটবুক, পেন্সিল, শার্পনার এবং ইরেজারের মতো স্টেশনারি জিনিসপত্রের দামও কম হবে। নোটবুক, পেন্সিল শার্পনার, গ্লোব, ম্যাপ চার্ট, খাতা, ইরেজার করমুক্ত। পাশাপাশি খেলনা, ক্রীড়া সামগ্রী, হস্তশিল্প এবং বাঁশ বা বেত দিয়ে তৈরি আসবাবপত্রও সস্তা হবে। 

    স্বাস্থ্যগত- থার্মোমিটারের, সমস্ত ডায়গোনেস্টিক কিট, গ্লুকোমিটার, টেস্ট স্ট্রিপের উপর থেকে জিএসটি ১২ থেকে নেমে ধার্য হবে ৫ শতাংশ জিএসটি স্ল্যাব। জীবন রক্ষাকারী ওষুধ যেমন অ্যাগালসিডেস বিটা, ওনাসেমনোজিন, ডারাটুমুমাব এবং অ্যালেক্টিনিব এখন করমুক্ত। 

    পরিবহন এবং আবাসন- সিমেন্টে এবার থেকে ২৮% থেকে নেমে ১৮%-এর স্ল্যাবে। ট্রাক্টর, সাইকেল, ৩৫০ সিসির কম মোটরসাইকেল, ছোট গাড়ি (পেট্রোল/ডিজেল <১২০০-১৫০০ সিসির, দৈর্ঘ্য <৪ মিটার), বৈদ্যুতিক এবং হাইব্রিড যানবাহন এবং অ্যাম্বুলেন্সের উপর কর হ্রাস করা হবে। মার্বেল, গ্রানাইট ব্লক এবং ফসলের অবশিষ্টাংশ থেকে তৈরি পার্টিকেল বোর্ডের মতো পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রীর উপরও মাত্র ৫% কর প্রযোজ্য হবে।

    এয়ার কন্ডিশনার, টিভি (এলইডি, এলসিডি), ডিশ ওয়াশিং মেশিন এর উপর ২৮ শতাংশের বদলে প্রযোজ্য হবে ১৮ শতাংশের জিএসটি স্ল্যাব। উল্লেখ্য, নয়া নিয়ম কার্যকরী হবে ২২ সেপ্টেম্বর থেকে। 
  • Link to this news (আজকাল)